Category Archives: ওয়াকফ

প্রশ্নঃ নিজের স্ত্রীর দুধ পান করা যাবে কি না?

উত্তরঃ সন্তান হওয়ার আগে বা পরে স্ত্রীর দুধ পান করা না জায়িয ও হারাম। হ্যাঁ, সহবাসের সময় উত্তেজনা বশতঃ স্ত্রীর স্তন শুধু মুখে নিলে গুনাহগার হবে না। এমতাবস্থায় মুখে দুধ চলে গেলে, থুথু ফেলে দিতে হবে। খাওয়া জায়িয হবে না। … Continue reading

Posted in ওয়াকফ, লেনদেন বিষয়াদী, সাদকায়ে জারিয়ার মাসায়েল | Comments Off on প্রশ্নঃ নিজের স্ত্রীর দুধ পান করা যাবে কি না?

প্রশ্নঃ যদি স্তন থেকে দুধ পান না করে দুধ বাহির করে পান করে তাহলে ঐ মহিলা তার মা হবে কি না?

উত্তরঃ স্তন থেকে দুধ পান করেনি। মহিলা দুধ বের করে তার মুখে দিয়ে দিয়েছে। তাতেও মহিলা তা মা হয়ে সকল আত্মীয় প্রমাণিত হয়ে যাবে। বাচ্চার নাকের ভেতর দুধ ঢেলে দিলেও উক্ত বিধান প্রমাণিত হয়ে যাবে। অবশ্য কানের ভেতরে দুধ ঢেলে … Continue reading

Posted in ওয়াকফ, লেনদেন বিষয়াদী, সাদকায়ে জারিয়ার মাসায়েল | Comments Off on প্রশ্নঃ যদি স্তন থেকে দুধ পান না করে দুধ বাহির করে পান করে তাহলে ঐ মহিলা তার মা হবে কি না?

প্রশ্নঃ দুধ পান করানোর সর্বোচ্চ সীমা কতদিন?

উত্তরঃ দুধ পান করানোর সর্বোচ্চ মেয়াদ দুই বছর। দুই বছর পার হয়ে যাবার পর দুধ পান করানো হারাম। কিন্তু কোন বচ্চাকে সর্বোচ্চ আড়াই বৎসর পর্যন্ত দুধ পান করালে, দুগ্ধ সম্পর্ক প্রমাণিত হবে এবং পরস্পরের বিবাহ হারাম হবে। কিন্তু আড়াই বৎসরের … Continue reading

Posted in ওয়াকফ, লেনদেন বিষয়াদী, সাদকায়ে জারিয়ার মাসায়েল | Comments Off on প্রশ্নঃ দুধ পান করানোর সর্বোচ্চ সীমা কতদিন?

প্রশ্নঃ কোন মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া কাউকে দুধ পান করাতে পারবে কি না?

উত্তরঃ স্বামীর অনুমতি ছাড়া অন্যের বাচ্চাকে দুধ পান করানো জায়েয নেই। হ্যাঁ, শিশুটি যদি দুধের তৃষ্ণায়  ছঁফট করতে থাকে এবং মারা যাবার আশংকা থাকে, তাহলে অনুমতি ছাড়াই দুধ পান করিয়ে দিতে পারবে। (দেখুনঃ রদ্দুল মুহতার)

Posted in ওয়াকফ, লেনদেন বিষয়াদী, সাদকায়ে জারিয়ার মাসায়েল | Comments Off on প্রশ্নঃ কোন মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া কাউকে দুধ পান করাতে পারবে কি না?

প্রশ্নঃ বাচ্চা হওয়ার পর তাকে দুধ পান করানো মায়ের জন্য জরুরী কি না?

উত্তরঃ বাচ্চা হওয়ার পর বাচ্ছাকে দুধ পান করানো ওয়াজিব। কোন অসুবিধা ব্যতিত ক্রোধের বশবর্তী হয়ে বা অসুন্তুষ্টির দরুণ স্তন্যদান বন্ধ করলে পাপ হবে। অবশ্য পিতা যদি বিত্তবান হয় এবং দুধ পান করানোর জন্য যদি ধাত্রী পাওয়া যায়, তাহলে মা দুধ … Continue reading

Posted in ওয়াকফ, লেনদেন বিষয়াদী, সাদকায়ে জারিয়ার মাসায়েল | Comments Off on প্রশ্নঃ বাচ্চা হওয়ার পর তাকে দুধ পান করানো মায়ের জন্য জরুরী কি না?

প্রশ্নঃ সাদকায়ে জারিয়াহ-এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কি?

উত্তরঃ সাদকায়ে জারিয়াহ-এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, নিজের নিয়তকে খালেচ করে নিবে। একমাত্র মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য কাউকে কিছু দান করবে। তাহলে সাদকায়ে জরিয়ার পরিপূর্ণ সাওয়াব লাভ হবে। । (দেখুনঃ মিশকাত শরীফ)

Posted in ওয়াকফ, লেনদেন বিষয়াদী, সাদকায়ে জারিয়ার মাসায়েল | Comments Off on প্রশ্নঃ সাদকায়ে জারিয়াহ-এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কি?

প্রশ্নঃ বিভিন্ন বালা-মসিবতের সময় মানুষের সহযোগীতা করা সাদকায়ে জরিয়াহ কি না?

উত্তরঃ হ্যাঁ, বিভিন্ন বালা-মসিবতের সময় মানুষের সহযোগীতা করা সদকায়ে জারিয়াহ। (দেখুনঃ রদ্দুল মুহতার)

Posted in ওয়াকফ, লেনদেন বিষয়াদী, সাদকায়ে জারিয়ার মাসায়েল | Comments Off on প্রশ্নঃ বিভিন্ন বালা-মসিবতের সময় মানুষের সহযোগীতা করা সাদকায়ে জরিয়াহ কি না?

প্রশ্নঃ মাদরাসায় ও তালিবে ইলমদের সাহায্য সহযোগীতা করা সদকায়ে জরিয়াহ কি না?

উত্তরঃ মাদরাসায় টাকা-পয়সা বা মাল-আসবাব দান করা এবং তালিবে ইলমদেরকে সাহায্য সহযোগীতা করাও সদকায়ে জারিয়ার অন্তভূক্ত। বরং সাদকায়ে জারিয়ার মাঝে তা সর্বোত্তম। (দেখুনঃ রদ্দুল মুহতার)

Posted in ওয়াকফ, লেনদেন বিষয়াদী, সাদকায়ে জারিয়ার মাসায়েল | Comments Off on প্রশ্নঃ মাদরাসায় ও তালিবে ইলমদের সাহায্য সহযোগীতা করা সদকায়ে জরিয়াহ কি না?

প্রশ্নঃ সাদকায়ে জারিয়াহ-এর একটি ফযীলত জনতে চাই?

উত্তরঃ সাদকায়ে জারিয়াহ বিপুল সওয়াবের কাজ। অন্যান্য ইবাদত-বন্দেগীর সাওয়াব মারা যাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায়; কিন্তু এই ধরণের সদকায়ে জারিয়াহ্-এর সওয়াব যত দিন এই সম্পদ থাকবে, অসহায় গরিব-মিসকীন যতদিন এর দ্বারা উপকৃত হবে ততদিন সে এর সাওয়াব পেতে থকবে। … Continue reading

Posted in ওয়াকফ, লেনদেন বিষয়াদী, সাদকায়ে জারিয়ার মাসায়েল | Comments Off on প্রশ্নঃ সাদকায়ে জারিয়াহ-এর একটি ফযীলত জনতে চাই?

প্রশ্নঃ সাদকায়ে জারিয়াহ কাকে বলে?

উত্তরঃ কোন সম্পত্তি যেমনঃ বাড়ি , জমি, বাগান বা গ্রাম আল্লাহর রাস্তায় ওয়াক্ফ করে দেয়া এই মর্মে যে, এতে মসজিদ/মাদরসা প্রবৃতি ধর্মীয় প্রতিষ্ঠান হবে কিংবা এতে রীব দুঃখীরা, ইসলারে সেবকরা থকাবে কিংবা এর আয় থেকে তারা বোগ করবে- এরীপ করাকে … Continue reading

Posted in ওয়াকফ, লেনদেন বিষয়াদী, সাদকায়ে জারিয়ার মাসায়েল | Comments Off on প্রশ্নঃ সাদকায়ে জারিয়াহ কাকে বলে?