Category Archives: দাফন

জানাযা নামাযের পর মৃত ব্যক্তির লাশ দেখানো যাবে কি না?

জানাযার নামাযের পর মানুষকে মৃত ব্যক্তির চেহারা দেখানো মাকরূহ। কারণ এর দ্বারা দাফন করতে দেরী হয়, অথচ মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি দাফন করার জন্য হাদীসে নির্দেশ এসেছে। (দেখুনঃ খুলাসাতুল ফাতওয়া)

Posted in জানাযা, দাফন | Comments Off on জানাযা নামাযের পর মৃত ব্যক্তির লাশ দেখানো যাবে কি না?

জানাযা নেয়ার সময় উচ্চস্বরে কালিমা পড়া বা যিকির করা যাবে কি না?

বিভিন্ন বর্ণনায় এই কথা বুঝা যায় যে, সালফে সালেহীন, ফুকাহায়ে কেরাম জানাযা নিয়ে যাওয়ার সময় পিছনে পিছনে উচ্চস্বরে কালিমা পড়া কিংবা যিকির-আযকার ইত্যাদি করতে নিষেধ করেছেন। (দেখুনঃ ফাতাওয়ায়ে আলমগীরী)

Posted in জানাযা, দাফন | Comments Off on জানাযা নেয়ার সময় উচ্চস্বরে কালিমা পড়া বা যিকির করা যাবে কি না?

মাইয়েতকে যখন কবরে রাখবে তখন অবতরণকারী কী পড়বে?

মাইয়েতকে কবরে রাখার সময় অবতরণকারী بِسْمَ اللهِ وَعَلى مِلَّةِ رَسُوْلِ اللهِ পড়বে। [অর্থাৎ- আল্লাহর নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামের উপর রাখছি]। (দেখুনঃ ফাতওয়ায়ে শামী)

Posted in জানাযা, দাফন | Comments Off on মাইয়েতকে যখন কবরে রাখবে তখন অবতরণকারী কী পড়বে?

মাইয়েতকে কবরে ঢুকানোর পদ্ধতি কি?

মাইয়েতকে কবরে ঢুকানোর পদ্ধতি হল, জানাযার খাটিয়া কবরের পিছনের দিকে রাখবে। এমন ভাবে যে মাইয়েতের মাথা ঐ স্থানে থাকবে যেখানে কবরে মাইয়েতের পা থাকে। অতঃপর মাইয়েতকে লাম্বালাম্বিভাবে কবরে নেয়া হবে। (দেখুনঃ হেদায়া [বাংলা])

Posted in জানাযা, দাফন | Comments Off on মাইয়েতকে কবরে ঢুকানোর পদ্ধতি কি?