আমাদের সম্পর্কে

কি চায় একজন মুসলমান? কি থাকে তার কাছে তার প্রভূর পাওনা? নিশ্চয়ই সঠিক মাসয়ালা জেনে আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টি অনুযায়ী জীবন যাপন। তাই পাবেন আপনি এই সাইটে। এটি বাংলা ভাষায় রচিত বিশুদ্ধ ইসলামী জ্ঞানের সমৃদ্ধ ভান্ডার। ইসলামী মাসয়ালা মাসায়েল ও ফাতওয়ার একটি বিশ্বকোষ। একজন মুসলমানের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সকল বিষয় এতে সুবিন্নস্তভাবে দলীলপ্রমানসহ সন্নিবেশিত হয়েছে “প্রশ্নোত্তর” আকারে। পৃথিবীর সকল ভাষা-ভাষী নিজস্ব ভাষায়ও এ সাইটটি দেখতে পাবেন।
এ ছাড়াও এতে থাকবে শত শত ইসলামী প্রবন্ধ, বই পুস্তক, ইসলামী অডিও-ভিডিও, লেকচার এবং আরো অনেক কিছু। যা প্রতিনিয়ত আপডেট করা হয়। এটি একটি ইসলামী দাওয়াহ প্রকল্প। মুসলমানদের মাঝে ইসলামের সঠিক চিত্র উপস্থাপন করা এবং ভ্রান্ত ধারণা সমূহের অবসান ঘটানো এর অন্যতম মিশন।

  • আমরা ক‘জন মুফতী ও ইসলামপ্রিয় আই,টি প্রফেশনাল মুসলমান মিলে আল্লাহর সন্তুষ্টির জন্য “ওয়েব” এর মাধ্যমে সাধারণ মুসলমানদেরকে ইসলামী মাসআলা-মাসায়েল জানানোর উদ্যোগ নিয়েছি।
  • আমরা এ উদ্যোগটি একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও ইসলাম সম্পর্কে সাধারণ মানুষকে জানানোর জন্য নিয়েছি। এতে আমাদের রাজনৈতিক, সামাজিক বা আর্থিক লাভ নেই। তাই কারো কাছে আমাদের কোন বিষয় অপছন্দ বা ভুল মনে হলে দয়া করে জানাবেন। আমরা নিজ থেকে তা শুধরে নিব। অযথা আমাদেরকে হয়রানি করে এ দ্বীনী কাজ থেকে নিরুৎসাহিত না করার বিনীত অনুরোধ রইল।
  • আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি বিষয়ভিত্তিক মাসআলার প্রতি এবং তা প্রশ্ন উত্তর আকারে সাজিয়েছি। প্রতিটি মাসআালার উত্তরে একটি ফিকহের কিতাবের উদ্বৃতি দেয়া হয়েছে। কেউ আরো উদ্বৃতি সম্পর্কে জানতে চাইলে আমাদের ঠিকানায় যোগাযোগ করতে পারেন।
  • আল্হামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্যমত, মাসআলার দলীল, প্রমাণ ও সঠিকতা বাছাইয়ে কোনরূপ অলসতা করিনি। বাকী ভুল হওয়া মানবীয় গুণ। তাই যে কোন ভুলের জন্য আমরা দুঃখিত।
  • আমরা শুধু কুরআান, হাদীস, ইজমা, কিয়াস এর ভিত্তিতে লিখিত ফিকহী কিতাবাদী হতে মাসয়ালা লিখার আবশ্যকিয়তা করেছি। কোন মাসয়ালা বর্তমান বা পূর্বের কোন দেশী বা বিদেশী আইনের বিরোধী হলে তার দায় দায়িত্ব আমাদের নয়।
  • পৃথিবীর  সকল ভাষার পাঠক নিজস্ব ভাষায় তা পড়তে পারবে এবং ধীরে ধীরে সংযোজন/সংস্কারের মাধ্যমে পৃথিবীর এক নম্বর ওয়েব সাইটে উন্নিত করা আমাদের অন্যতম লক্ষ্য।
  • কোন সম্মানিত পাঠক ভুল তথ্য পেলে বা তার নিকট ভুল মনে হলে দয়াকরে আমাদেরকে অবগত করলে চির কৃতজ্ঞ থাকবো। আমরা পর্যবেক্ষণের পর তা শুধরে নিবো ইনশাআল্লাহ।
  • বিভিন্ন আলোচনায় বৈষয়িক শব্দ ব্যবহার করা হয়েছে। বিষয় সম্পর্কে অপরিচিত হওয়ায় কারো কারো তা নাও বুঝে আসতে পারে। সে ক্ষেত্রে কোন বিজ্ঞ মুফতী বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তা পরিস্কার করার চেষ্টা করবো।
  • আপনার কাঙ্খিত প্রশ্ন আমাদের লিখায় না পেলে মোবাইলে বা ইমেইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে মোবাইলে বা ইমেইলে মাসআলার সামাধান দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ।
  • ইমেইলে প্রশ্ন পাঠানোর ক্ষেত্রে অবশ্যই আপনার প্রশ্নটি পরিস্কার ভাবে লিখুন। সম্ভব হলে বাংলায় করুন। তাতে প্রশ্নের মূলভাব বুঝা যাবে। প্রশ্নের সাথে আপনার মোবাইল নম্বরটি অবশ্যই দিন। কারণ প্রশ্নের মূলভাব বুঝতে অপারগ হলে মোবাইলে বিস্তারিত জেনে সঠিক উত্তর করা যাবে।
  • আপনার বিষয়টি জটিল হলে আমরা দেশের স্বনামধণ্য মুফতীদের সমন্বয়ে গঠিত বোর্ড দ্বারা মাসআলার সমাধান দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ।