Category Archives: ঈছালে ছওয়াব

প্রশ্নঃ ঈছালে ছাওয়াবের জন্য মাইয়্যেতের আপনজন সকলে একত্রিত হওয়া শর্ত কি না?

উত্তরঃ ঈছালে ছাওয়াবের জন্য মাইয়্যেতের আপনজন, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন সকলেই স্বতন্ত্রভাবে নিজ নিজ স্থানে থেকে তিলাওয়াত ও যিকির-আযকার পূর্বক কিংবা দুআর মাধ্যমে ঈছালে ছওয়াব করতে পারে । এর জন্য সকলে একত্রিত হয়ে সম্মিলিত ভাবে খতম পড়ার আবশ্যকতা নেই। তদুপরি আজকাল … Continue reading

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, ঈছালে ছওয়াব, সামাজিক | Comments Off on প্রশ্নঃ ঈছালে ছাওয়াবের জন্য মাইয়্যেতের আপনজন সকলে একত্রিত হওয়া শর্ত কি না?

প্রশ্নঃ ঈছালে ছাওয়াবের জন্য দিন তারিখ ঠিক করে করা যাবে কি না?

উত্তরঃ ঈছালে ছওয়াবের জন্য কোন দিন তারিখ, যেমন- ৪ঠা, ৮দিনা, চল্লিশা, বর্ষিকী ইত্যাদি নির্ধারণ করা বিদআত। অতএব তা পরিত্যাজ্য। এসব নির্দিষ্ট দিনের অনুসরণ ছাড়াই ঈছালে ছওয়াব করা উচিত। (দেখুনঃ আহকামে মাইয়্যেত, যাওয়াহিরুল ফিকহ্, আহসানুল ফাতওয়া)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, ঈছালে ছওয়াব, সামাজিক | Comments Off on প্রশ্নঃ ঈছালে ছাওয়াবের জন্য দিন তারিখ ঠিক করে করা যাবে কি না?

প্রশ্নঃ কি দ্বারা ঈছালে ছাওয়াব করা উত্তম?

উত্তরঃ ইবাদতে মালিয়া অর্থাৎ- দান সদকা দ্বারা ঈছালে ছওয়াব করা উত্তম। তবে এর মধ্যে নগদ অর্থ প্রদান করা সবচেয়ে ভাল। তার পর কাঁচা খাবার (পাকানো ছাড়া প্রদান করা)। আর সর্বনি¤œ স্তর হল খাদ্য-খাবার রান্না করে তা খাওয়ানো। (দেখুনঃ আহকামে মাইয়্যেত, … Continue reading

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, ঈছালে ছওয়াব, সামাজিক | Comments Off on প্রশ্নঃ কি দ্বারা ঈছালে ছাওয়াব করা উত্তম?

প্রশ্নঃ যে ইবাদত করে ছাওয়াব পৌঁছাবে তার ছাওয়াব কমবে কি না?

উত্তরঃ ঈছালে ছওয়াব দ্বারা আমলকারীর ছওয়াব কমে না বরং আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমলকারী ও মাইয়েত উভয়কেই পূর্ণ পরিমাণ ছওয়াব দিয়ে থাকেন। (দেখুনঃ আহকামে মাইয়্যেত, যাওয়াহিরুল ফিকহ্, আহসানুল ফাতওয়া)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, ঈছালে ছওয়াব, সামাজিক | Comments Off on প্রশ্নঃ যে ইবাদত করে ছাওয়াব পৌঁছাবে তার ছাওয়াব কমবে কি না?

প্রশ্নঃ ঈছালে ছাওয়াবের মর্ম কি?

উত্তরঃ নফল ইবাদত, যেমন ঃ নফল নামায, নফল রোয, নফল হজ্জ ইত্যাদি, তিলাওয়াত, যিকির-আযকার ও দান -সদকা করে তার ছওয়াব মৃত বা জীবিতকে পৌঁছে দেয়া এবং মাইয়েতের জন্য দুআ করাকে ঈছালে ছওয়াব বলে। (দেখুনঃ আহকামে মাইয়্যেত, যাওয়াহিরুল ফিকহ্, আহসানুল ফাতওয়া)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, ঈছালে ছওয়াব, সামাজিক | Comments Off on প্রশ্নঃ ঈছালে ছাওয়াবের মর্ম কি?