Category Archives: কবরস্থান

প্রশ্নঃ কবর স্থানান্তরিত করা যাবে কি না?

উত্তরঃ মৃত ব্যক্তিকে দাফন করার পর সেই লাশকে অন্য কবরে স্থানান্তর করা নাজায়েয। অবশ্য অন্যের যমীন জবরদখল করে দাফন করে থাকলে এবং সেই যমীনের মালিক আপত্তি জানালে কবর স্থানান্তর করা জায়েয আছে। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

Posted in ওয়াকফ, কবরস্থান, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ কবর স্থানান্তরিত করা যাবে কি না?

প্রশ্নঃ মুসলিম কবরস্থানে কোন অমুসলিমের লাশ দাফন করা যাবে কি না?

উত্তরঃ মুসলমানদের কবরস্থানে কোন কাফের মুশরিকদের দাফন করা সম্পূর্ণভাবে হারাম। দাফন করে থকলে তা উত্তোলন করে অন্যত্র স্থানান্তরিত করতে হবে। (দেখুনঃ রদ্দুল মুহতার)

Posted in ওয়াকফ, কবরস্থান, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ মুসলিম কবরস্থানে কোন অমুসলিমের লাশ দাফন করা যাবে কি না?

প্রশ্নঃ কবরস্থানে ফসল আবাদ করা ও তার চারপাশে গাছের চারা লাগানো যাবে কি না?

উত্তরঃ কবরস্থানের খালি যায়গা যেখানে কবর দেয়া যায় সে পায়া অন্য কোন কাজে ব্যবহার করা নাজায়েয। অবশ্য কবরস্ষানের চতুঃপার্শ্বো গারে চারা লাগানো জায়েয আছে। কিন্তু লক্ষ রাখতে হবে যেন লাশ দাফনের কোন অসুবিধা না হয় এবং এই কাজের জন্র কবরের … Continue reading

Posted in ওয়াকফ, কবরস্থান, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ কবরস্থানে ফসল আবাদ করা ও তার চারপাশে গাছের চারা লাগানো যাবে কি না?

প্রশ্নঃ কবরস্থানের ঘাস কাটা যাবে কি না?

উত্তরঃ কবরস্থানের শুস্ক ঘাস কাটা জায়েয আছে। কাঁচা ও তাজা ঘাস কাটা মাকরূহ। তবে রাস্ত ঘাট পরিস্কার রাখার প্রয়োজনে কাটা যায়। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

Posted in ওয়াকফ, কবরস্থান, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ কবরস্থানের ঘাস কাটা যাবে কি না?

প্রশ্নঃ কবরস্থানে কুরবানীর পশুর চামড়ার টাকা দেয়া যাবে কি না?

উত্তরঃ না, কবরস্থানে কুরবানীর পশুর চামড়ার টাকা দেয়া যাবে না। চামড়ার টাকা একমাত্র গরীব-মিসকিনদের অধিকার। তা অন্যকোন খ্যাতে ব্যয় করা যাবে না। (দেখুনঃ রদ্দুল মুহতার)

Posted in ওয়াকফ, কবরস্থান, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ কবরস্থানে কুরবানীর পশুর চামড়ার টাকা দেয়া যাবে কি না?