Category Archives: হত্যা

প্রশ্নঃ যদি সরকার প্রধান বা কোন এমপি, মন্ত্রী কোন নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করে তাহলে এর বিনিময়ে তাকেও হত্যা করা হবে কি না?

উত্তরঃ যদি সরকার প্রধান বা কোন এমপি, মন্ত্রী কোন নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করে ফেলে, তাহলে তাকেও হত্যা করা জরুরী। সরকার প্রধান নিজেই নিজেকে হত্যার বদলা নেওয়ার জন্য পেশ করবে। অন্যথায় মৃত ব্যক্তির অভিবাবকগণ মুসলমানদের সাহায্য নিয়ে তাকে হত্যা করবে। (দেখুনঃ … Continue reading

Posted in হত্যা | Comments Off on প্রশ্নঃ যদি সরকার প্রধান বা কোন এমপি, মন্ত্রী কোন নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করে তাহলে এর বিনিময়ে তাকেও হত্যা করা হবে কি না?

প্রশ্নঃ প্রায় ইচ্ছাকৃত হত্যা কাকে বলে?

উত্তরঃ প্রায় ইচ্ছাকৃত হত্যার অর্থ এই যে, এমন বস্তু দ্বারা ইচ্ছাকৃত আঘাত করা, যেটা হত্যার জন্য তৈরী অস্ত্র নয়, এবং অঙ্গচ্ছেদের ক্ষেত্রে অস্ত্রের স্থলে প্রচলিত নয়। আবার কারো কারো মতে- এমন কিছু দ্বারা ইচ্ছাকৃত আঘাত করা , যা দ্বারা সাধারণতঃ … Continue reading

Posted in হত্যা | Comments Off on প্রশ্নঃ প্রায় ইচ্ছাকৃত হত্যা কাকে বলে?

প্রশ্নঃ কাউকে ইচ্ছকৃত হত্যা করা হলে তার উপর কি শাস্তি আরোপ হবে?

উত্তরঃ কাউকে ইচ্ছাকৃত হত্যা করা হলে, তার অনিবার্য ফল হল, গুনাহ হবে। আর দুনিয়াতে কিসাস নেয়া হবে।  (অর্থাৎ-হত্যাকারীকে নিহত ব্যক্তির বিনিময়ে হত্যা করা হবে। (দেখুনঃ হেদায়া)

Posted in হত্যা | Comments Off on প্রশ্নঃ কাউকে ইচ্ছকৃত হত্যা করা হলে তার উপর কি শাস্তি আরোপ হবে?

প্রশ্নঃ যদি সরকার প্রধান বা কোন এমপি, মন্ত্রী কোন নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করে তাহলে এর বিনিময়ে তাকেও হত্যা করা হবে কি না?

উত্তরঃ যদি সরকার প্রধান বা কোন এমপি, মন্ত্রী কোন নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করে ফেলে, তাহলে তাকেও হত্যা করা জরুরী। সরকার প্রধান নিজেই নিজেকে হত্যার বদলা নেওয়ার জন্য পেশ করবে। অন্যথায় মৃত ব্যক্তির অভিবাবকগণ মুসলমানদের সাহায্য নিয়ে তাকে হত্যা করবে। (দেখুনঃ … Continue reading

Posted in দণ্ড বিধান, সামাজিক, হত্যা | Comments Off on প্রশ্নঃ যদি সরকার প্রধান বা কোন এমপি, মন্ত্রী কোন নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করে তাহলে এর বিনিময়ে তাকেও হত্যা করা হবে কি না?

প্রশ্নঃ প্রায় ইচ্ছাকৃত হত্যা কাকে বলে?

উত্তরঃ প্রায় ইচ্ছাকৃত হত্যার অর্থ এই যে, এমন বস্তু দ্বারা ইচ্ছাকৃত আঘাত করা, যেটা হত্যার জন্য তৈরী অস্ত্র নয়, এবং অঙ্গচ্ছেদের ক্ষেত্রে অস্ত্রের স্থলে প্রচলিত নয়। আবার কারো কারো মতে- এমন কিছু দ্বারা ইচ্ছাকৃত আঘাত করা , যা দ্বারা সাধারণতঃ … Continue reading

Posted in হত্যা | Comments Off on প্রশ্নঃ প্রায় ইচ্ছাকৃত হত্যা কাকে বলে?

প্রশ্নঃ কাউকে ইচ্ছকৃত হত্যা করা হলে তার উপর কি শাস্তি আরোপ হবে?

উত্তরঃ কাউকে ইচ্ছাকৃত হত্যা করা হলে, তার অনিবার্য ফল হল, গুনাহ হবে। আর দুনিয়াতে কিসাস নেয়া হবে।  (অর্থাৎ-হত্যাকারীকে নিহত ব্যক্তির বিনিময়ে হত্যা করা হবে। (দেখুনঃ হেদায়া)

Posted in দণ্ড বিধান, হত্যা | Comments Off on প্রশ্নঃ কাউকে ইচ্ছকৃত হত্যা করা হলে তার উপর কি শাস্তি আরোপ হবে?

প্রশ্নঃ ইচ্ছাকৃত হত্যা কাকে বলে?

উত্তরঃ ইচ্ছাকৃত হত্যা অর্থ, লোহার তৈরি অস্ত্র দ্বারা কিংবা অস্ত্রের পর্যায়ভুর্ক্ত কিছু দ্বারা আঘাত করা, অস্ত্রের পর্যায়ভুক্ত দ্বারা উদ্দেশ্য হল, ধারালো বা চোখা কাঠ এবং বাঁশের ধারালো কঞ্চি ধারালো পাথর এবং আগুন। অর্থাৎ- যা কিছু জখম ও রক্তক্ষরণ ঘটায়। (দেখুনঃ … Continue reading

Posted in দণ্ড বিধান, হত্যা | Comments Off on প্রশ্নঃ ইচ্ছাকৃত হত্যা কাকে বলে?

প্রশ্নঃ হত্যা কত প্রকার?

উত্তরঃ হত্যা মোট পাঁচ প্রকার। ১. ইচ্ছাকৃত হত্যা। ২. প্রায় ইচ্ছাকৃত হত্যা। ৩. ভুলক্রমে হত্যা। ৪. ভুলক্রমে হত্যার শ্রেণীভুক্ত হত্যা। ৫. কারণজনিত হত্যা। (দেখুনঃ হেদায়া)

Posted in হত্যা | Comments Off on প্রশ্নঃ হত্যা কত প্রকার?