Category Archives: অসুস্থ ব্যক্তির নামায

দাঁড়াতে অক্ষম বসতে সক্ষম ব্যক্তি কি ভাবে নামায পড়বে ?

দাঁড়াতে অক্ষম ব্যক্তি বসে নামায আদায় করবে। (দেখুনঃ তাবয়ীনুল হাকায়িক)

Posted in অসুস্থ ব্যক্তির নামায, নামায | Comments Off on দাঁড়াতে অক্ষম বসতে সক্ষম ব্যক্তি কি ভাবে নামায পড়বে ?

দাঁড়াতে ও বসতে অক্ষম ব্যক্তি কি ভাবে নামায পড়বে ?

দাঁড়াতে ও বসতে অক্ষম ব্যক্তি শুয়ে শুয়ে নামায আদায় করবে। পাদুটো পশ্চিম দিকে দিয়ে শুয়ে শুয়ে মাথার ইশারায় নামায আদায় করবে। (দেখুনঃ তাবয়ীনুল হাকায়িক)

Posted in অসুস্থ ব্যক্তির নামায, নামায | Comments Off on দাঁড়াতে ও বসতে অক্ষম ব্যক্তি কি ভাবে নামায পড়বে ?

একজন মুসল্লির জন্য কখন চেয়ারে বসে নামায পড়া সহীহ হবে ?

যে মুসল্লী সমতলে বসে তার বসার জায়গার এক বিঘত বা তার চেয়েও কম দূরত্ব পর্যন্ত মাথা ঝুকাতে সক্ষম সে ব্যক্তি বসেই নামায পড়বে এবং অনুর্ধ্ব এক বিঘত উঁচু শক্ত কিছুর উপর সেজদা করবে। এভাবে সেজদা করা সম্ভব হলে তার জন্য … Continue reading

Posted in অসুস্থ ব্যক্তির নামায, নামায | Comments Off on একজন মুসল্লির জন্য কখন চেয়ারে বসে নামায পড়া সহীহ হবে ?

রুকু, সিজদায় অক্ষম ব্যক্তি দাঁড়িয়ে ইশারা করে নামায পড়বে না বসে ইশারায় পড়বে ?

স্বাভাবিকভাবে আদায়ে অক্ষম বা মাজুর ব্যক্তির জন্য দাঁড়িয়ে ইশারায় নামায পড়ার চেয়ে বসে ইশারা করে নামায পড়া উত্তম। (দেখুনঃ ফাতাওয়ায়ে খানিয়া)

Posted in অসুস্থ ব্যক্তির নামায, নামায | Comments Off on রুকু, সিজদায় অক্ষম ব্যক্তি দাঁড়িয়ে ইশারা করে নামায পড়বে না বসে ইশারায় পড়বে ?

একজন অসুস্থ ব্যক্তি থেকে নামায কখন মাফ হয়ে যায় ?

কোন ব্যক্তি যদি ইশারা করেও নামাজ পড়তে অক্ষম হয় তাহলে তার থেকে নামায মাফ হয়ে যাবে। আর যদি এ অবস্থায় একদিন এক রাতের চেয়ে বেশি হয় তাহলে পরবর্তিতে সে সুস্থ হলে ঐ নামায কাযা করতে হবে না। আর যদি এ … Continue reading

Posted in অসুস্থ ব্যক্তির নামায, নামায | Comments Off on একজন অসুস্থ ব্যক্তি থেকে নামায কখন মাফ হয়ে যায় ?