Category Archives: মুআনাকা বা কোলাকুলির বিধান

প্রশ্নঃ মুআনাকা করার সময় কি দোয়া পড়বে?

উত্তরঃ মুআনাকা করার সময় এই দুআ পড়বে- اَللّهُمَّ زِدْ مَحَبَّتِيْ لِلّهِ وَرَسُوْلِه উচ্চারণ- আল্লাহুম্মা যিদ মুহাব্বাতী লিল্লাহি ওয়া রাসূলিহী। অর্থ- হে আল্লাহ! আমার মহব্বত বৃদ্ধি কর আল্লাহ ও তাঁর রাসূলের খাতিরে। (দেখুনঃ ফাতাওয়ায়ে মাহমুদিয়া)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, মুআনাকা বা কোলাকুলির বিধান, সামাজিক | Comments Off on প্রশ্নঃ মুআনাকা করার সময় কি দোয়া পড়বে?

প্রশ্নঃ মুআনাকা কিভাবে করবে?

উত্তরঃ মুআনাকাকারী উভয়ে ডান গলা মিলাবে এবং মুআনাকা শুধু এক দিকেই যথেষ্ট, তিনবার করা জরুরী নয়। (দেখুনঃ ফাতাওয়ায়ে মাহমুদিয়া)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, মুআনাকা বা কোলাকুলির বিধান, সামাজিক | Comments Off on প্রশ্নঃ মুআনাকা কিভাবে করবে?

প্রশ্নঃ ঈদের দিন মুআনাকা করার হুকুম কি?

উত্তরঃ কোন ব্যক্তি প্রথম সাক্ষাত হলে তখন মুআনাকা করা সুন্নাত। তাই ঈদের দিন যদি কারো তা প্রথম সাক্ষাত হয় তাহলে মুআনাকা করতে পারবে। কিন্তু শুধু ঈদের দিনকে কেন্দ্র করে সকলে মুআনাকা করা বিদআত। (দেখুনঃ মাসিক আল-কাউসার)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, মুআনাকা বা কোলাকুলির বিধান, সামাজিক | Comments Off on প্রশ্নঃ ঈদের দিন মুআনাকা করার হুকুম কি?

প্রশ্নঃ কখন মুআনাকা করা বৈধ নয়?

উত্তরঃ সাধারণত দুই অবস্থায় মুআনাকা করা জায়েয নয়। এক. যেখানে নিজের মধ্যে শাহওয়াত (কামভাব) থাকে কিংবা নিজের মধ্যে বা অপর পক্ষের মধ্যে শাহওয়াত (কামভাব) এসে যাওয়ার আশংকা থাকে (তবে বিবির ক্ষেত্রে ভিন্ন বিষয়)। দুই. মুআনাকা করতে গেলে যদি কাউকে কষ্ট … Continue reading

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, মুআনাকা বা কোলাকুলির বিধান, সামাজিক | Comments Off on প্রশ্নঃ কখন মুআনাকা করা বৈধ নয়?

প্রশ্নঃ মুআনাকা করার হুকুম কি?

উত্তরঃ মুআনাকা করা সুন্নাত। বড়দের প্রতি আজমত এবং ছোটদের প্রতি শফকত ও মহব্বতের সাথে মুআনাকা করবে।  (দেখুনঃ যাওয়াহিরুল ফিকহ্)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, মুআনাকা বা কোলাকুলির বিধান, সামাজিক | Comments Off on প্রশ্নঃ মুআনাকা করার হুকুম কি?