Category Archives: ইকামাত

ইকামাতের সুন্নাতসমূহ

পাক-পবিত্র অবস্থায় ইকামাত দেয়া। † কিবলামুখী হয়ে ইকামাত দেয়া। † প্রথম চার তাকবীর একত্রে এক শ্বাসে বলে থামা এবং প্রত্যেক তাকবীরের শেষে সাকিন করা। † অতঃপর মাঝের বাক্যগুলির মধ্য হতে দুই বাক্য একত্রে এক শ্বাসে বলে থামা এবং প্রত্যেক বাক্যের … Continue reading

Posted in ইকামাত | Comments Off on ইকামাতের সুন্নাতসমূহ

ইকামাতের জবাব দেয়ার হুকুম কি ?

ইকামাতের মৌখিক জবাব দেয়াও মুস্তাহাব। (দেখুনঃ ইলাউস সুনান)

Posted in ইকামাত, নামায | Comments Off on ইকামাতের জবাব দেয়ার হুকুম কি ?

ইকামাতের জবাব কিভাবে দিবে ?

ইকামাতের জবাবের নিয়ম আযানের মতই। শুধু قد قامت الصلوة এর সময় أقامها الله وأدامها বলবে। বাকী অন্যান্য শব্দের জবাব আযানের মতই দিবে। (দেখুনঃ ইলাউস্ সুনান)

Posted in ইকামাত, নামায | Comments Off on ইকামাতের জবাব কিভাবে দিবে ?

ইকামাতের সময় ডানে বামে মাথা ঘুরানো বৈধ কি না ?

ইকামাত ও আযান উভয় সময় ‘হাইয়া আলাচ ছলাহ’ বলার সময় ডান দিকে আর ‘হাইয়া আলাল ফালাহ’ বলার সময় বাম দিকে মুখ ফিরানো সুন্নাত। সনা বা পাঁ ঘুরবে না। মাইকে আযান ইকামাত দিলেও এটা করা সুন্নাত। (দেখুনঃ আহসানুল ফাতওয়া)

Posted in ইকামাত, নামায | Comments Off on ইকামাতের সময় ডানে বামে মাথা ঘুরানো বৈধ কি না ?

ইকামাতের সময় হাত বেঁধে রাখা যাবে কি না ?

ইকামাতের সময় হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়াতে হবে। সে সময় অর্থাৎ- নামায শরু হওয়ার পূর্বে হাতদ্বয় বাঁধা অবস্থায় রাখা সুন্নাতের খেলাপ ও মাকরুহ। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

Posted in ইকামাত, নামায | Comments Off on ইকামাতের সময় হাত বেঁধে রাখা যাবে কি না ?

একাকী নামায আদায়কারীর জন্য ইকামাত দেওয়া লাগবে কি না ?

যেহেতু আমাদের দেশে সাধারণত ঘর থেকে মহল্লার মসজিদের আযান শোনা যায়, তাই বিশেষ উযরবশতঃ নিজ গৃহে একা একা নামায আদায় করার ক্ষেত্রে আযান ইকামত না দিলেও নামায মাকরুহ হবে না। তবে ইকামাতসহ নামায আদায় করাই মুস্তাহাব। কারণ, এক্ষেত্রে ইকামত বলার … Continue reading

Posted in ইকামাত, নামায | Comments Off on একাকী নামায আদায়কারীর জন্য ইকামাত দেওয়া লাগবে কি না ?