Category Archives: রোজা ভাঙ্গার কারন

খাদ্যদ্রব্য নয় যেমন- লোহা, মাটি, পাথর ইত্যাদি খেলে রোযা ভাংবে কি না?

খাদ্যদ্রব্য নয় এমন বস্তু যেমন- লোহা, মাটি, পাথর খেয়ে নিলে বা গলঃধকরণ করলেও রোযা ভেঙ্গে যাবে। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

Posted in রোজা, রোজা ভাঙ্গার কারন | Comments Off on খাদ্যদ্রব্য নয় যেমন- লোহা, মাটি, পাথর ইত্যাদি খেলে রোযা ভাংবে কি না?

দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার খেয়ে নিলে রোজা ভাংবে কি না?

দাতের ফাঁকে আটকে থাকা খাবার যদি ছোলা বুটের সমপরিমান বা অধিক হয় এবং তা গিলে ফেলে তাহলে রোযা ভেঙ্গে যাবে। আর যদি তা ছোলা বুটের চেয়ে কম হয়, তাহলে রোযা ভাঙ্গবে না। কিন্তু মাকরূহ হবে। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

Posted in রোজা, রোজা ভাঙ্গার কারন | Comments Off on দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার খেয়ে নিলে রোজা ভাংবে কি না?

হস্তমৈথুন দ্বারা রোযার কোন ক্ষতি হবে কি না?

হস্তমৈথুন দ্বারা বীর্যপাত হলে রোযা ভেঙ্গে যাবে। আর বীর্যপাত না হলেও রোযা অবস্থায় এ কাজ মারাতœক গুনাহ। তাই অবশ্যই তা থেকে বিরত থাকতে হবে। (দেখুনঃ রদ্দুল মুহতার)

Posted in রোজা, রোজা ভাঙ্গার কারন | ১ Comment

রোযাবস্থায় বমি হলে রোযার কোন ক্ষতি হবে কি না?

ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে রোযা ভেঙ্গ যাবে। আর বমি মুখ ভরে না করলে রোযা ভাঙ্গবে না। ইচ্ছাকৃতভাবে গিলে ফেলা হয়, তাহলে বমি কম বা বেশি হোক সর্বাবস্থায় রোযা ভেঙ্গে যাবে। (দেখুনঃ আল বাহরুর রায়েক)

Posted in রোজা, রোজা ভাঙ্গার কারন | Comments Off on রোযাবস্থায় বমি হলে রোযার কোন ক্ষতি হবে কি না?

সেহরীর পর পান চিবাতে চিবাতে ঘুমিয়ে গেলে রোযার কোন ক্ষতি হবে কি না?

সেহরীর পর পান চিবাতে চিবাতে ঘুমিয়ে গেলে ও এ অবস্থায় সুবহে সাদিক হয়ে গেলে রোযা ভেঙ্গে যাবে। (দেখুনঃ ইমাদাদুল ফাতওয়া)

Posted in রোজা, রোজা ভাঙ্গার কারন | Comments Off on সেহরীর পর পান চিবাতে চিবাতে ঘুমিয়ে গেলে রোযার কোন ক্ষতি হবে কি না?