Category Archives: ঈদগাহ

প্রশ্নঃ ঈদগাহে মাদরাসা প্রতিষ্ঠা করা যাবে কি না?

উত্তরঃ যদি ওয়াক্ফকারী ঈদগাহের যমীনকে শুধু ঈদের নামায আদায় করার জন্য ওয়াক্ফ করে থাকে তাহলে উক্ত যমীন কোন ধর্মীয় প্রতিষ্ঠান বা মসজিদ নির্মাণ করা যাবে না। তবে ওয়াক্ফকারী যদি ঈদগাহের যমীন ওয়াক্ফ করার সময় ধর্মীয় প্রতিষ্ঠন বা সমজিদ নির্মাণ করার … Continue reading

Posted in ঈদগাহ, ওয়াকফ, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ ঈদগাহে মাদরাসা প্রতিষ্ঠা করা যাবে কি না?

প্রশ্নঃ ঈদগাহকে স্কুল হিসেবে ব্যবহার করা যাবে কি না?

উত্তরঃ না, ঈদগাহকে স্কুল বানানো সম্পূর্ণ নাজায়েয। তাই এ থেকে বিরত থাকতে হবে। (দেখুনঃ আহসানুল ফাতওয়া)

Posted in ঈদগাহ, ওয়াকফ, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ ঈদগাহকে স্কুল হিসেবে ব্যবহার করা যাবে কি না?

প্রশ্নঃ কাফ্ফারা ও কুরবানীর চামড়ার টাকা ঈদগাহে দেয়া যাবে কি না?

উত্তরঃ না, ঈদগাহে কাফ্ফারা বা কুরবানীর পশুর চামড়ার টাকা দেয়া যাবে না। এইটাকা একমাত্র গরীব-মিসকিনদের অধিকার। তা অন্যকোন খ্যাতে ব্যয় করা যাবে না। (দেখুনঃ রদ্দুল মুহতার)

Posted in ঈদগাহ, ওয়াকফ, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ কাফ্ফারা ও কুরবানীর চামড়ার টাকা ঈদগাহে দেয়া যাবে কি না?

প্রশ্নঃ ঈদগাহে খেলাধুলা করা যাবে কি না?

উত্তরঃ ঈদগাহের মার্যাদা মসজিদের ন্যয়। তাতে খেলাধুলা করলে তার মর্যাদা ক্ষুণ্য হয়। তাই তাতে খেলাধুলা করা  সম্পূর্ণ নিষেধ। (দেখুনঃ আহসানুল ফাতওয়া)

Posted in ঈদগাহ, ওয়াকফ, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ ঈদগাহে খেলাধুলা করা যাবে কি না?

প্রশ্নঃ ঈদগাহে যাচ্ছেতাই করা যাবে কি না?

উত্তরঃ ঈদগাহ প্রায় মসজিদের ন্যায় হুকুম রাখে। মজিদের ন্যায় ঈদগাহের আদব, এহতেরাম রক্ষা করা চাই। তাই তাতে যাচ্ছেতাই করা যাবে না। (দেখুনঃ রদ্দুল মুহতার)

Posted in ঈদগাহ, ওয়াকফ, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ ঈদগাহে যাচ্ছেতাই করা যাবে কি না?