প্রশ্নঃ অমুসলিমদের সাথে কি কি হক রক্ষা করে চলতে হবে?

উত্তরঃ অমুসলিমদের সাতে নি¤েœাক্ত হকগুলো খেয়াল করে চলতে হবে, অন্যায় ভাবে তাদের কারও জানে কষ্ট না দেয়া। কারও সম্পদের ক্ষতি না করা। অন্যায় ভাবে কাওকে মন্দ না বলা, গালি-গালাজ না করা। তাদের জীবন বিপন্ন হতে দেখলে তা থেকে রক্ষা করা। অভাব-অনটন, রোগ-শোক ও বিপদ আপদে সহযোগিতা করা। শরীয়তের আইন অনুসারে কেউ শাস্তির উপযুক্ত হলে ন্যাায্য বিচার করা। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

This entry was posted in বিবিধ অধিকার, মানবাধিকার, সামাজিক. Bookmark the permalink.
//