Category Archives: বিতরের নামায

বিতরের নামায ফরজ না ওয়াজিব ?

বিতরের নামায ওয়াজিব এবং তিন রাকাআত। (দেখুনঃ মায়ারিফুস্ সুনান)

Posted in নামায, বিতরের নামায | Comments Off on বিতরের নামায ফরজ না ওয়াজিব ?

বিতরের তৃতীয় রাকআতে হাত উঠানোর হুকুম কী ?

বিতরের তৃতীয় রাকাআতে হাত উঠানো সুন্নাত। তাই ভুলে হাত না উঠালেও নামায হয়ে যাবে। সাহু সিজদা আদায় করতে হবে না। (দেখুনঃ আযীযুল ফাতওয়া)

Posted in নামায, বিতরের নামায | Comments Off on বিতরের তৃতীয় রাকআতে হাত উঠানোর হুকুম কী ?

বিতরের নামাযে ভুলে দোআয়ে কুনুত না পড়ে রুকুতে চলে গেলে নামায হবে কি না ?

বিতরের নামাযে ভুলে দোআয়ে কুনুত না পড়ে রুকুতে চলে গেলে সাহু সিজদা ওয়াজিব হবে। তাই নামায শেষে সিজদাে সাহু আদায় করতে হবে। (দেখুনঃ আল বাহরুর রায়েক)

Posted in নামায, বিতরের নামায | Comments Off on বিতরের নামাযে ভুলে দোআয়ে কুনুত না পড়ে রুকুতে চলে গেলে নামায হবে কি না ?

কেউ দোআয়ে কুনুত না পারলে কি করবে ?

দোআয়ে কুনুত না জানলে যত দ্রুত সম্ভব তা মুখস্ত করে নিবে। আর মুখস্ত হওয়া পর্যন্ত নি¤েœাক্ত দোয়াগুলোর যে কোন একটা পড়বে। তবে একে অভ্যাস বানাতে পারবে না। ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار অথবা اللهم … Continue reading

Posted in নামায, বিতরের নামায | Comments Off on কেউ দোআয়ে কুনুত না পারলে কি করবে ?

প্রচলিত দোআয়ে কুনুতের পরিবর্তে অন্য কোন দোয়া পড়লে তা আদায় হবে কী না ?

যথাসম্ভব প্রচলিত দোআয়ে কুনুতটি পাঠ করবে। কিন্তু এ ছাড়াও যদি কুরআন হাদীসে বর্ণিত অন্য দোয়া পড়ে তাও আদায় হয়ে যাবে। কিন্তু তা অভ্যাসে পরিনত করা যাবে না। ( দেখুনঃ ফাতহুল কাদীর)

Posted in নামায, বিতরের নামায | Comments Off on প্রচলিত দোআয়ে কুনুতের পরিবর্তে অন্য কোন দোয়া পড়লে তা আদায় হবে কী না ?