Category Archives: স্বপ্ন

প্রশ্নঃ মিথ্যা স্বপ্ন বানানো যাবে কি না?

উত্তরঃ মিথ্যা স্বপ্ন তৈরী করা মহাপাপ। তাই এ থেকে বেঁচে থাকা সকলের কর্তব্য। (দেখুনঃ বেহেশতী জিওর)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, সামাজিক, স্বপ্ন | Comments Off on প্রশ্নঃ মিথ্যা স্বপ্ন বানানো যাবে কি না?

প্রশ্নঃ স্বপ্নের ব্যাখ্যা কখন জানা উত্তম?

উত্তরঃ দিনের শুরু ভাগে দুনিয়ার ঝামেলায় মশগুল হওয়ার পূর্বে রাতের স্বপ্ন সম্পর্কে ব্যাখ্যা জেনে নিতে পারলে উত্তম। (দেখুনঃ মাফাতিহুল যিনান)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, সামাজিক, স্বপ্ন | Comments Off on প্রশ্নঃ স্বপ্নের ব্যাখ্যা কখন জানা উত্তম?

প্রশ্নঃ কেউ স্বপ্ন বর্ণনা করলে শ্রবণকারী ও ব্যাখ্যাদাতা উভয়েই কি বলবে?

উত্তরঃ কেউ স্বপ্ন বর্ণনা করলে ব্যাখ্যা ভাল মনে হলে তাই বলবে, নতুবা শ্রবণকারী ও ব্যাখ্যাদাতা উভয়েই বলবে- ভাল দেখেছেন, ভালই হবে। (দেখুনঃ কিতাবুল আযকার)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, সামাজিক, স্বপ্ন | Comments Off on প্রশ্নঃ কেউ স্বপ্ন বর্ণনা করলে শ্রবণকারী ও ব্যাখ্যাদাতা উভয়েই কি বলবে?

প্রশ্নঃ স্বপ্ন একান্ত কারও কাছে বলতে হলে কার কাছে বলবে?

উত্তরঃ স্বপ্ন একন্তই কারও কাছে বলতে হলে বুদ্ধিমান তোমার কল্যাণকামী কারও কাছে বলবে। তাহলে সে খারাপ ব্যাখ্যা করবে না। (দেখুনঃ বেহেশতে জিওর)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, সামাজিক, স্বপ্ন | Comments Off on প্রশ্নঃ স্বপ্ন একান্ত কারও কাছে বলতে হলে কার কাছে বলবে?

প্রশ্নঃ স্বপ্নে কোন ভয়ানক কিছু দেখলে কি করবে?

উত্তরঃ যদি কোন ভয়ানক স্বপ্ন দেখে থাকে তাহলে বাম দিকে তিনবার থুথু ফেলে তিনবার নি¤েœাক্ত দুআটি পাঠ করবে-   أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ ও পার্শ পরিবর্তন করে শুয়ে পড়বে। কাউকে স্বপ্নের কথা বলবে না। এতে ইনশাআল্লাহ কোন ক্ষতি হবে না। … Continue reading

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, সামাজিক, স্বপ্ন | Comments Off on প্রশ্নঃ স্বপ্নে কোন ভয়ানক কিছু দেখলে কি করবে?