বিবাহের দোয়া

ি বিবাহ হওয়ার পর এই দোয়া পড়িবে বা বিবাহিত ব্যক্তিকে এই দোয়া দিবে-
بَارَكَ اللهُ لَكَ وَ بَارَكَ اللهُ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِيْ خَيْرٍ.
উচ্চারণ: বা’রাকাল্লাহু লাকা ওয়া বা’রাকাল্লাহু আলাইকা ওয়াজামায়া বাইনাকুমা ফী খায়রিন।
অর্থ: আল্লাহ পাক তোমাকে বরকতপূর্ণ করুন এবং তোমার উপর বরকত অবতীর্ণ করুণ এবং তোমাদের পরস্পরের মিলনকে মঙ্গল করুণ।
ি মেয়ে বিবাহ দিলে বিদায় দেয়ার পূর্বক্ষণে নিম্মলিখিত দু’আ পড়ে পানিতে ফুঁক দিয়ে মেয়ের বুকে ও জামাতার বুকে মাথায় ও পিঠে ছিঁটিয়ে দিবে। দু’আ হচ্ছে ঃ

اَلّلهُمَّ اِنِّيْ اُعِيْذُهاَبِكَ وَذُرِّيَّتَهاَمِنَ اَلشَّيْطَانِ الرَّجِيْمِ

উচ্চারনঃ আল্লাহুম্মা ইন্নী উয়ীযুহা বিকা ওয়াযুররিয়্যাতাহা মিনাশ্ শাইত্ব-নির রাজীম।
অর্থ: হে আল্লাহ! আমি এই মেয়েকে এবং তাহার আওলাদকে বিতাড়িত শয়তান হইতে তোমার আশ্রয়ে দিতেছি।

ি বাসর রাতে স্ত্রীর কপালের উপরিস্থিত চুল ধরে বিসমিল্লাহ বলে এই দুআ পাঠ করা সুন্নাত-
اَللّهُمَّ إِنّيْ اَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جُبِلَتْ عَلَيْهِ, وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جُبِلَتْ عَلَيْهِ,
(উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা যুবিলাত আলাইহি, ওয়া আউযুবিকা মিন শাররি হা ওয়া শাররি মা যুবিলাত আলাইহি)
অর্থ: হে আল্লাহ! আমি তোমার নিকট ইহার কল্যাণ ও বরকত এবং ইহার স্বভাবের কল্যাণ ও বরকত কামনা করিতেছি এবং তাহার অনিষ্ঠ হইতে ও তাহার সৃষ্টিগত স্বভাবের অনিষ্ঠ হইতে পানাহ চাইতেছি।
ি সংগমের শুরুতে এই দোয়া পড়বে ঃ
بِسْمِ اللهِ اللّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ و جَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا.
উচ্চারণ ঃ বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা।
অর্থ ঃ আমি আল্লাহর নাম নিয়ে এই কাজ আরম্ভ করছি। হে আল্লাহ, শয়তানকে আমাদের থেকে দূরে রাখ এবং যে সন্তান তুমি আমাদের দান করবে তার থেকেও শয়তানকে দূরে রাখ।
ি বীর্যপাতের সময় নি¤েœাক্ত দুআটি পড়বে ঃ
اللّهُمَّ لآ تَجْعَلْ لِلشَّيْطَانِ فِيْمَا رَزَقْتَنِيْ نَصِيْبًا.
উচ্চারণ ঃ আল্লাহুম্মা লা তাজআল লিশ্শাইতানি ফিমা রাযাকতানী নাসীবান।
অর্থ ঃ হে আল্লাহ, যে সন্তান তুমি আমাদেরকে দান করবে তার মধ্যে শয়তানের কোন অংশ রেখ না।

মুসাফাহা [করমর্দন] করার দু’আ
ি মুসাফাহা করার সময় এ দু’আ বলবে-
يَغْفِرُاللهُ لَنَا وَلَكُمْ
উচ্চারণ ঃ ইয়াগফিরুল্লাহু-লানা ওয়ালাকুম
অর্থ: আল্লাহ আমাকে ও তোমাকে ক্ষমা করে দেন।

মু’য়ানাকা [কোলাকুলি] করার দু’আ
ি মু‘য়ানাকাহ [কোলাকুলি] করার সময় উভয়ে এই দু’আ পাঠ করবে-
اَللَّهُمَّ زِدْ مُحَبَّتِيْ لِلِّهِ وَرَسُوْلِهِ
উচ্চারণ ঃ আল্লা-হুম্মা ঝিদ মুহাব্বাতী লিল্লা-হি ওয়া রাসূলিহী।
অর্থ: হে আল্লাহ! আমার মুহাব্বত বৃদ্ধি কর আল্লাহ ও তাঁর রাসূলের খাতিরে।
প্রধান শিরোনাম – ইসলামী সাধারণ জ্ঞান

This entry was posted in গুরুত্বপূর্ণ দোয়া, বিবাহ. Bookmark the permalink.
//