Category Archives: উযু

সাধারণ পানি দ্বারা কখন পবিত্রতা অর্জন করা যাবে না ?

যে পানিতে কোন পাক বস্তু মিশে তার রং, গ্রাণ, স্বাধ নষ্ট করে দেয় তা দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না।

Posted in উযু | Comments Off on সাধারণ পানি দ্বারা কখন পবিত্রতা অর্জন করা যাবে না ?

স্থীর পানি যেমন পুকুর, ডোবা ইত্যাদির পানিতে যদি নাপাক পড়ে তাহলে তা দ্বারা পরিত্রতা অর্জন করা যাবে ?

হ্যাঁ

Posted in উযু | Comments Off on স্থীর পানি যেমন পুকুর, ডোবা ইত্যাদির পানিতে যদি নাপাক পড়ে তাহলে তা দ্বারা পরিত্রতা অর্জন করা যাবে ?

উযুর ফরজ কয়টি?

উযুর ফরজ চারটি। এক. সমস্ত মুখমন্ডল ধৌত করা দুই. দুই হাতের কনুইসহ ধৌত করা তিন. মাথা মাসাহ করা চার. দুই পায়ের টাখনুসহ ধৌত করা। (দেখুনঃ মালাবুদ্দাহ মিনহু)

Posted in উযু | Comments Off on উযুর ফরজ কয়টি?

উযুতে মুখ ধৌত করার ক্ষেত্রে সীমা কী ?

উযুতে ধৌত করার ক্ষেত্রে মুখের সীমা হল, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত এবং কপালের চুলের গোড়ালী থেকে নিয়ে থুতনীর নিচ পর্যন্ত। (দেখুনঃ কুদুরী)

Posted in উযু | Comments Off on উযুতে মুখ ধৌত করার ক্ষেত্রে সীমা কী ?

উযুতে দাড়ি ধোয়ার নিয়ম কি ?

দাড়ি ঘন হলে তার নীচু পর্যন্ত পানি পৌছানো শর্ত নয়। শুধু উপরের অংশে পানি পৌছালেই যথেষ্ট হবে। আর দাড়ি পাতলা হলে তার নীচ পর্যন্ত পানি পৌছানো শর্ত। এ সময় পনি নিয়ে ভালভাবে দাড়ির গোড়া পর্যন্ত ধৌত করতে হবে। (দেখুনঃ নুরুল … Continue reading

Posted in উযু | Comments Off on উযুতে দাড়ি ধোয়ার নিয়ম কি ?

গোসলের পর নতুন উযু করার হুকুম কী ?

গোসল করার পূর্বে উযু করা হোক বা না হোক গোসল করার পরে নাাময পড়ার জন্য আবার নতুন করে উযু করতে হবে না। গোসলের পূর্বের উযু বা শুধু গোসল দ্বারা নামায হয়ে যাবে। (দেখুনঃ রদ্দুল মুহতার)

Posted in উযু | Comments Off on গোসলের পর নতুন উযু করার হুকুম কী ?

হাঁটুর উপর কাপড় উঠলে বা গালি দিলে উযু নষ্ট হয়ে যাবে কি না ?

না, উপরোক্ত কারণে উযু নষ্ট হবে না।

Posted in উযু | Comments Off on হাঁটুর উপর কাপড় উঠলে বা গালি দিলে উযু নষ্ট হয়ে যাবে কি না ?

উযূ থাকা অবস্থায় যদি উভয় বা একটি মোজা খুলে যায় তাহলে আবার উযূ করতে হবে কি না ?

উযূ থাকাবস্থায় উভয় বা একটি পায়ের মোজা খুলে গেলে উযূ ভাঙ্গবে না; তবে এতে মাসেহ ভেঙ্গে যাবে। এরূপ অবস্থায় শুধু পা ধুয়ে আবার মোজা পরিধান করে নিলেই চলবে। পুরো উযূ দোহরানোর প্রয়োজন হবে না। (সূত্রঃ আল বাহরুর রায়েক)

Posted in উযু, মোযার উপর মাসাহ | Comments Off on উযূ থাকা অবস্থায় যদি উভয় বা একটি মোজা খুলে যায় তাহলে আবার উযূ করতে হবে কি না ?