Category Archives: ব্যাভিচার

প্রশ্নঃ কোন ব্যক্তি যিনায় লিপ্ত হওয়ার পর তাকে শরীয়ত নির্দিষ্ট শাস্তি দিলেই কি তার যিনার গুনাহ মাফ হয়ে যাবে? না এর জন্য অন্য কিছু করতে হবে?

উত্তরঃ তাওবা ব্যতীত কেবল শরীয়ত নির্দিষ্ট শাস্তি জারি করলেই যিনার গুনাহ মাফ হবে না। এ জন্য তাকে খালেছ দিলে আল্লাহর দরবারে তাওবা করে নিতে হবে। (দেখুনঃ আহসানুল ফাতওয়া)

Posted in ব্যাভিচার | Comments Off on প্রশ্নঃ কোন ব্যক্তি যিনায় লিপ্ত হওয়ার পর তাকে শরীয়ত নির্দিষ্ট শাস্তি দিলেই কি তার যিনার গুনাহ মাফ হয়ে যাবে? না এর জন্য অন্য কিছু করতে হবে?

প্রশ্নঃ কোন ব্যক্তি যদি কোন মহিলার উপর যিনার অপবাদ লাগায়, তাহলে অপবাদ প্রদানকারীর কী শাস্তি হবে?

উত্তরঃ সম্পূর্ণ নিশ্চিত না হয়ে কাউকে যিনার অপবাদ দেয় জায়েয নেই। হাদীস শরীফে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। নিশ্চিত না হয়ে যিনার অপবাদ দিলে অপবাদ প্রদানকারী শক্ত গুনাহগার হবে এবং অপবাদ প্রদানকারীকে অপবাদ দেয়ার জন্য শরীয়াত নির্দিষ্ট ৮০টি বেত্রাঘাত করতে হবে। … Continue reading

Posted in ব্যাভিচার | Comments Off on প্রশ্নঃ কোন ব্যক্তি যদি কোন মহিলার উপর যিনার অপবাদ লাগায়, তাহলে অপবাদ প্রদানকারীর কী শাস্তি হবে?

প্রশ্নঃ শরীয়তে যিনার শাস্তি প্রদানের জন্য শর্ত কি?

উত্তরঃ শরীয়তে যিনার শাস্তি প্রদানের জন্য শর্ত হল, চারজন ব্যক্তির চাক্ষুস সাক্ষ্য দিতে হবে যে তারা তাদেরকে স্পষ্টভাবে যিনা করতে দেখেছে। এর একজন কম হলে যিনাকারী হিসেবে কাউকে সাব্যস্ত করা যাবে না এবং শাস্তিও প্রয়োগ করা সম্ভব হবে না। আরেকটি … Continue reading

Posted in ব্যাভিচার | Comments Off on প্রশ্নঃ শরীয়তে যিনার শাস্তি প্রদানের জন্য শর্ত কি?

প্রশ্নঃ যে কোন অন্যায় কাজের জন্য শরীয়ত সাধারণত সর্বোচ্চ দুইজন সাক্ষী নির্দিষ্ট করেছে। যিনার ক্ষেত্রে চারজন সাক্ষী অপরিহার্য করে দেয়ার কারণ কী?

উত্তরঃ যিনা একটি জঘন্যতম অন্যায় এবং তার শাস্তিও অত্যন্ত কঠোর এবং ভায়ানক। কেননা বিবাহিত যিনাকারীদের শাস্তি হচ্চে- পাথর নিক্ষেপে হত্যা আর অবিবাহিত যিনাকারীদের শাস্তি হচ্ছে- একশত বেত্রাধাত। এ জন্য খোদায়ী হেকমতেই এই পাপাচার প্রমাণে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রেও কঠোরতা অবলম্বন করা … Continue reading

Posted in ব্যাভিচার | Comments Off on প্রশ্নঃ যে কোন অন্যায় কাজের জন্য শরীয়ত সাধারণত সর্বোচ্চ দুইজন সাক্ষী নির্দিষ্ট করেছে। যিনার ক্ষেত্রে চারজন সাক্ষী অপরিহার্য করে দেয়ার কারণ কী?

প্রশ্নঃ শরীয়ত নির্ধারিত যিনার শাস্তি কি?

উত্তরঃ যিনার শাস্তি হচ্ছে যিনাকারী বিবাহিত হলে- পাথর নিক্ষেপে হত্যা আর অবিবাহিত যিনাকারীদের শাস্তি হচ্ছে- একশত বেত্রাধাত করা। (দেখুনঃ সূরা নুর, ফাতাওয়ায়ে আলমগীরী)  

Posted in ব্যাভিচার | ১ Comment