Category Archives: নামাযের ওয়াজিব

নামযের ওয়াজিব কয়টি ?

নামাযের ওয়াজিব ১৪টি ।

Posted in নামায, নামাযের ওয়াজিব | Comments Off on নামযের ওয়াজিব কয়টি ?

নামাযের কোন ওয়াজিব যদি ভুলে ছুটে যায় তাহলে নাময হবে কি না ?

নামাযের কোন ওয়াজিব ভুলে ছুটে গেলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। সিজদায়ে সাহুদিলে নামায সহীহ হয়ে যাবে। (দেখুনঃ কুদুরী)

Posted in নামায, নামাযের ওয়াজিব | Comments Off on নামাযের কোন ওয়াজিব যদি ভুলে ছুটে যায় তাহলে নাময হবে কি না ?

নামযের কয়েকটি ওয়াজিব উল্লেখ করুণ ?

নামাযের কয়েকটি ওয়াজিব হল নিম্নরুপ- সুরায়ে ফাতিহা পড়া সুরায়ে ফাতিহার পর যে কোন সুরা মিলানো রুকু সিজদায় দেরী করে ধীর স্থীরে করা দুই সিজদার মাঝখানে বসে দেরী করা আত্তাহিয়্যাতু পড়া ইত্যাদি।

Posted in নামায, নামাযের ওয়াজিব | Comments Off on নামযের কয়েকটি ওয়াজিব উল্লেখ করুণ ?

নামাযে দু’বার “আত্তাহিয়্যাাতু” পড়া হয়। উভয়বার পড়া ওয়াজিব কি না ?

হ্যা, নামাযের উভয় বৈঠকে “আত্তাহিয়্যাাতু” পড়া ওয়াজিব। (দেখুনঃ ফতওয়ায়ে আলমগীরী)

Posted in নামায, নামাযের ওয়াজিব | Comments Off on নামাযে দু’বার “আত্তাহিয়্যাাতু” পড়া হয়। উভয়বার পড়া ওয়াজিব কি না ?

যদি নামাযে ভুলে কয়েকটি ওয়াজিব ছেড়ে দেয় তাহলে শুধু একটি সাহু সিজদা করলে চলবে নাকি প্রত্যেকটির জন্য আলাদা আলাদা সাহু সিজদা করতে হবে ?

নামাযে ভুলে একাধিক ওয়াজিব ছেড়ে দিলেও একটি সাহু সিজদা করলেই চলবে। এক্ষেত্রে প্রত্যেকটির জন্য ভিন্ন ভিন্ন সাহু সিজদা করা লাগবে না। (দেখুনঃ রদ্দুল মুহতার)

Posted in নামায, নামাযের ওয়াজিব | Comments Off on যদি নামাযে ভুলে কয়েকটি ওয়াজিব ছেড়ে দেয় তাহলে শুধু একটি সাহু সিজদা করলে চলবে নাকি প্রত্যেকটির জন্য আলাদা আলাদা সাহু সিজদা করতে হবে ?