Category Archives: বীমা

প্রশ্নঃ কোন ব্যক্তি যদি এমন স্থানে পতিত হয় যে বীমা করা ছাড়া জানমালের হেফাজতের কোন বিকল্প নাই বা আইনি বাধ্যবাধকতা থাকে তাহলে বীমা করা যাবে কি না?

উত্তরঃ কোন ব্যক্তি যদি বাস্তবেই এমন অবস্থায় পতিত হয় যে বীমা করা ছাড়া জানমালের হেফাজতের কোন বিকল্প নাই বা আইনী বাধ্যবাদকতা থাকে তাহলে তার জন্য আপারগ হওয়ার কারণে বীমা বা পলিসি গ্রহণ করা জায়েয আছে। তাবে অবশ্যই মেয়াদান্তে সুদ গ্রহণ … Continue reading

Posted in অর্থনীতি, বীমা, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ কোন ব্যক্তি যদি এমন স্থানে পতিত হয় যে বীমা করা ছাড়া জানমালের হেফাজতের কোন বিকল্প নাই বা আইনি বাধ্যবাধকতা থাকে তাহলে বীমা করা যাবে কি না?

প্রশ্নঃ বিভিন্ন পন্যের বীমা করা জায়েয আছে কি না?

উত্তরঃ আমাদের দেশের প্রচলিত বীমা শরীয়ত সম্মত নয়। নাম যা কিছু দেয়া হোক না কেন। আসলে বর্তমানে প্রচলিত বীমা সুদ ও জুয়ার সমষ্টি মাত্র। তাই বীমা কোম্পানীতে অংশগ্রহণ করা সম্পূর্ণ নাজায়েয।  (দেখুনঃ ইসলাম আওর জাদীদ মায়িশাত)

Posted in অর্থনীতি, বীমা, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ বিভিন্ন পন্যের বীমা করা জায়েয আছে কি না?

প্রশ্নঃ জীবন বীমা করা জায়েয আছে কি না?

উত্তরঃ আমাদের দেশের প্রচলিত বীমা শরীয়ত সম্মত নয়। নাম যা কিছু দেয়া হোক না কেন। আসলে বর্তমানে প্রচলিত বীমা সুদ ও জুয়ার সমষ্টি মাত্র। তাই বীমা কোম্পানীতে অংশগ্রহণ করা সম্পূর্ণ নাজায়েয।  (দেখুনঃ ইসলাম আওর জাদীদ মায়িশাত)

Posted in অর্থনীতি, বীমা, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ জীবন বীমা করা জায়েয আছে কি না?

প্রশ্নঃ আমার বড় ভাই বীমা কোম্পানীতে টাকা জমা রাখার পর তা বেড়ে ৩৮০০০/- হয়েছে। জানতে চাই তিনি তার অতিরিক্ত টাকাগুলো নিতে পারবে কি না?

উত্তরঃ বীমাকৃত টাকার অতিরিক্ত টাকাগুলো সম্পূর্ণ সুদ হিসেবে গণ্য হবে। সুতরাং বীমাকৃত মূল টাকার অতিরিক্ত টাকগুলো নিজের কাজে ব্যয় করা বৈধ হবে না। তা সাওয়াবের নিয়্যত ব্যতীত গরীব-মিসকীনদের মাঝে বিতরণ করতে হবে। (দেখুনঃ ফাতাওয়ায়ে শামী)

Posted in অর্থনীতি, বীমা, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ আমার বড় ভাই বীমা কোম্পানীতে টাকা জমা রাখার পর তা বেড়ে ৩৮০০০/- হয়েছে। জানতে চাই তিনি তার অতিরিক্ত টাকাগুলো নিতে পারবে কি না?