মুসলিম জাতির পরিচয়

প্রশ্নঃ তুমি কে?
উত্তরঃ আমি মুসলমান।
প্রশ্নঃ মুসলমানের ধর্মের নাম কী?
উত্তরঃ ইসলাম।
প্রশ্নঃ ইসলাম কী শিক্ষা দেয়?
উত্তরঃ ইসলাম এই শিক্ষা দেয় যে, আল্লাহ তাআলা এক, উপাসনার উপযুক্ত তিনিই, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল এবং কোরআন শরীফ আল্লাহ তায়ালার কিতাব। ইসলাম সত্য ধর্ম। ইসলাম দ্বীন এবং দুনিয়ার সার্বিক কল্যাণ এবং ভাল কাজ শিক্ষা দেয়।
প্রশ্নঃ ইসলামের ভিত্তি কয়টি বস্তুর উপর?
উত্তরঃ ইসলামের ভিত্তি পাঁচটি বস্তুর উপর।
প্রশ্নঃ ঐ পাঁচটি বস্তু, যেগুলোর উপর ইসলামের ভিত্তি রয়েছে, সেগুলো কী?
উত্তরঃ ঐ পাঁচটি বস্তু এইঃ ১. কালেমা তাইয়্যিবাহ অথবা কালিমায়ে শাহদাত মর্মার্থকে আন্তরিকভাবে মেনে নেয়া এবং তা মুখে স্বীকার করা ২. নামায আদায় করা। ৩. যাকাত দেয়া ৪. রমযান শরীফের রোযা রাখা। ৫. হজ্ব পালন করা।
প্রশ্নঃ ইসলামের কালিমা কী?
উত্তরঃ ইসলামের কালিমা এই-
لاَ اِلهَ اِلاَّ اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ
অর্থঃ আল্লাহ তাআলা ব্যতিত ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম) আল্লাহ তাআলার রাসূল।
এ কালেমাকে কালেমায়ে তাইয়্যিবাহ এবং কালেমায়ে তাওহীদ বলা হয়।
প্রশ্নঃ কালেমায়ে শাহাদাত কী?
উত্তরঃ কালেমায়ে শাহাদাত এইঃ
اَشْهَدُ اَنْ لاَ اِلهَ اِلاَّ اللهُ وَ اَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُه وَ رَسُوْلُهُ
অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ তাআলা ব্যতীত কোন উপাস্য নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম) আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল।
প্রশ্নঃ ঈমানে মুজমাল কী?
উত্তরঃ ঈমানে মুজমাল এইঃ
امَنْتُ بِاللهَ كَمَا هُوَ بِاَسْماَئِه وَصِفَاتِه وَقَبِلْتُ جَمِيْعَ اَحْكَامِه
অর্থঃ আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর; যে রকমভাবে তিনি তাঁর নিজ নামসমূহ এবং গুণাবলির সাথে রয়েছেন এবং আমি তাঁর সকল বিধান গ্রহণ করলাম।
প্রশ্নঃ ঈমানে মোফাচ্ছাল কী?
উত্তরঃ ঈমানে মোফাচ্ছাল এই ঃ
امَنْتُ بِاللهَ وَ مَلئِكَتِه وَكُتُبِه وَرُسُلِه وَ الْيَوْمِ الْاخِرِ وَالْقَدْرِ خَيْرِه وَشرِّه مِنَ اللهِ تَعَالى وَالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ
অর্থঃ আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর; এবং তাঁর ফেরেশতাগণের উপর, তাঁর কিতাবসমূহের উপর, তাঁর রাসূলগণের উপর, কিয়ামতের দিনের উপর এবং এই বিষয়ের উপর যে, ভাল মন্দ তাকদীর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়, আর মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর।
প্রশ্নঃ তোমাদেরকে কে সুষ্টি করেছেন?
উত্তরঃ আমাদের এবং আমাদেও মাতা-পিতা, আসমানসমূহ, যমীনসমূহ এবং সমস্ত সৃষ্টজীবকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন।

This entry was posted in uncatagorized. Bookmark the permalink.
//