Category Archives: সাধারণ ওয়াকফ

প্রশ্নঃ ওয়াক্ফকারী যদি এই শর্তে ওয়াক্ফ করে যে, এই ওয়্ক্ফা সম্পত্তির আয় থেকে এত অংশ বা এত টাকা আমার আওলাদ পারে, বাকী যা কিছু থাকবে তা অমুক অমুক দ্বীনী কাজে ব্যয় হবে তবে তা বৈধ হবে কি না?

উত্তরঃ হ্যাঁ, এই শর্তে ওয়াক্্ফ করাও জয়েয আছে। এবং ঐ ওয়াক্ফ সম্পত্তির আয় থেকে নির্ধারিত অংশ আগে তার আওলাদরা পারেব, বাকী যা কিছু থাকবে তা নির্ধারিত দ্বীনী কাজে ব্যয় হবে। (দেখুনঃ ফাতহুল কাদীর)

Posted in ওয়াকফ, লেনদেন বিষয়াদী, সাধারণ ওয়াকফ | Comments Off on প্রশ্নঃ ওয়াক্ফকারী যদি এই শর্তে ওয়াক্ফ করে যে, এই ওয়্ক্ফা সম্পত্তির আয় থেকে এত অংশ বা এত টাকা আমার আওলাদ পারে, বাকী যা কিছু থাকবে তা অমুক অমুক দ্বীনী কাজে ব্যয় হবে তবে তা বৈধ হবে কি না?

প্রশ্নঃ নিজের মৃত্যুর সাথে সম্পৃক্ত করে ওয়াক্ফ করা যাবে কি না?

উত্তরঃ হ্যাঁ, এই শর্তে ওয়াক্্ফ করাও জয়েয আছে যে, যতদিন আমি বেঁচে থাকব, ততদিন এর পূর্ণ আয় অথবা এক-তৃতীয়াংশ আমি ভোগ করব। আর আমার মৃত্যুর পর অমুক কল্যাণ কাজে ব্যয় হবে। তাহলে উল্লিখিত পরিমাণ সে ভোগ করতে পারবে। এটা ওয়াক্ফ … Continue reading

Posted in ওয়াকফ, লেনদেন বিষয়াদী, সাধারণ ওয়াকফ | Comments Off on প্রশ্নঃ নিজের মৃত্যুর সাথে সম্পৃক্ত করে ওয়াক্ফ করা যাবে কি না?

প্রশ্নঃ ওয়াক্ফকারী যদি নিজেই মুতাওয়ীল্লী বা অভিবাবক হতে চায় তা সহীহ হবে কি না?

উত্তরঃ ওয়াক্ফকারী যদি নিজের জীবিত কাল পর্যন্ত নিজেই মুতাওয়াল্লী থাকতে চায় তাও জায়েয আছে। (দেখুনঃ রদ্দুল মুহতার)

Posted in ওয়াকফ, লেনদেন বিষয়াদী, সাধারণ ওয়াকফ | Comments Off on প্রশ্নঃ ওয়াক্ফকারী যদি নিজেই মুতাওয়ীল্লী বা অভিবাবক হতে চায় তা সহীহ হবে কি না?

প্রশ্নঃ ওয়াক্ফের জন্য কোন মুতাওয়ীল্লী বা অভিবাবক নিয়োগ দেয়া অপরিহার্য কি না?

উত্তরঃ কোন জিনিস ওয়াক্ফ করতে হলে যেন দানের উদ্দেশ্য হাসিল হয়, সম্পদটা ঠিক থাকে, খেয়ানত বা চুরি না হয়, অপাত্রে খরচ না হয়, সে জন্য একজন  দ্বীনদার, বিশ্বাসযোগ্য, বুদ্ধিমান ব্যক্তিকে অভিবাবক বা মুতাওয়াল্লী নিযুক্ত করা অপরিহার্য। যদিও মুতাওয়াল্লী নিযুক্ত না … Continue reading

Posted in ওয়াকফ, লেনদেন বিষয়াদী, সাধারণ ওয়াকফ | Comments Off on প্রশ্নঃ ওয়াক্ফের জন্য কোন মুতাওয়ীল্লী বা অভিবাবক নিয়োগ দেয়া অপরিহার্য কি না?

প্রশ্নঃ ওয়াক্ফ কাকে বলে?

উত্তরঃ কোন সম্পত্তি যেমনঃ বাড়ি , জমি, বাগান বা গ্রাম আল্লাহর রাস্তায় ওয়াক্ফ করে দেয়া এই মর্মে যে, এর উৎপন্ন গরিব-দুঃখিরা ভোগ করবে, এটাকে ওয়্ফা বলে। এটা বিপুল সওয়াবের কাজ। অন্যান্য ইবাদত-বন্দেগী মারা যাওয়ার সাথে সাথে বন্দ হয়ে যায়; কিন্তু … Continue reading

Posted in ওয়াকফ, লেনদেন বিষয়াদী, সাধারণ ওয়াকফ | Comments Off on প্রশ্নঃ ওয়াক্ফ কাকে বলে?