Category Archives: ব্যাংক

প্রশ্নঃ কোন প্রাণী বন্ধক রাখলে তার খোরাক কে দিবে?

উত্তরঃ কোন গরু, ছাগল, বকরী, ঘোড়া, ইত্যাদি বন্ধক রাখলে তার খোরাক ইত্যাদির খরচ মালিককে দিতে হবে।  (দেখুনঃ হেদায়া)

Posted in অর্থনীতি, ব্যাংক, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ কোন প্রাণী বন্ধক রাখলে তার খোরাক কে দিবে?

প্রশ্নঃ ব্যাংক চালানোর জন্য ঘর ভাড়া দেয়া যাবে কি না?

উত্তরঃ সুদী ব্যাংক চালানোর জন্য ঘর ভাড়া দেয়া শরীয়াতের দৃষ্টিতে উচিৎ নয়। কারণ সুদী ব্যাংকের জন্য ঘর ভাড়া দেয়া একটি হারাম কাজে প্রত্যক্ষ সহায়তা না হলেও পরোক্ষ সহায়তা বটেই। সুতরাং এক মু’মিন মুত্তাকী এরূপ কাজ কখনও করতে পারে না। (দেখুনঃ … Continue reading

Posted in অর্থনীতি, ব্যাংক, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ ব্যাংক চালানোর জন্য ঘর ভাড়া দেয়া যাবে কি না?

প্রশ্নঃ ব্যাংক থেকে সি সি লোন নেওয়া যাবে কি না?

উত্তরঃ বর্তমানে বাংলাদেশে প্রায় সমস্ত ব্যাংক-ই সুদ ভিত্তিক। তাই ব্যাংক থেকে লোন নিলে অবশ্যই তার সুদ দিতে হয়, চাই সেটা ব্যবসা-বানিজ্যের লোন হোক বা হাউজ লোন হোক, অথবা কোন শিল্প প্রতিষ্ঠানের নামে লোন হোক। আর সুদের বয়াবহতা ও এর করুণ … Continue reading

Posted in অর্থনীতি, ব্যাংক, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ ব্যাংক থেকে সি সি লোন নেওয়া যাবে কি না?

প্রশ্নঃ কোন ব্যক্তি যদি ব্যাংক থেকে লোন নিয়ে জমি ক্রয় করে এবং লোনের টাকা দিয়েই বাড়ী নির্মাণ করে, তাহলে উক্ত লোন পরিশোধ করার পূর্বে সেই জমিন এবং বাড়ীর মালিক হবে কি না? এবং লোন পরিশোধ করার পূর্বে সে ব্যক্তি উক্ত বাড়ীতে নামায আদায় করলে, সেই নামায সঠিক হবে কি না?

উত্তরঃ উক্ত ব্যাক্ত ঐ বাড়ীর মালিক হবে, এবং উক্ত ঘরে নামায আদায় করলে, তাও সহীহ হবে, লোনের টাকা পরিশোধ হোক, চাই না হোক; কিন্তু সুদভিত্তিক লোন নেয়া মহাপাপ ও হারাম। তাই এ থেকে অবশ্যই বেঁেচ থাকতে হবে। (দেখুনঃ ইমদাদুল মুফতীন, … Continue reading

Posted in অর্থনীতি, ব্যাংক, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ কোন ব্যক্তি যদি ব্যাংক থেকে লোন নিয়ে জমি ক্রয় করে এবং লোনের টাকা দিয়েই বাড়ী নির্মাণ করে, তাহলে উক্ত লোন পরিশোধ করার পূর্বে সেই জমিন এবং বাড়ীর মালিক হবে কি না? এবং লোন পরিশোধ করার পূর্বে সে ব্যক্তি উক্ত বাড়ীতে নামায আদায় করলে, সেই নামায সঠিক হবে কি না?

প্রশ্নঃ যদি কোন ব্যক্তি ব্যাংকে জমাকৃত সুদের টাকা দিয়ে এমন টয়লেট বানায় যা ছোট-বড়, ধনী-গরীব সবাই ব্যবহার করবে তাহলে জায়িয হবে কি-না? তেমনি যদি উক্ত টাকা মসজিদ বা মাদরাসার কমিটিকে সুদের কথা জানিয়ে দিয়ে দেয়া হয়, তবে তা দ্বারা মসজিদ বা মাদরাসার জন্য বাথরুম তৈরি করা বৈধ হবে কি না?

উত্তরঃ একান্ত ঠেকার কারণে ব্যাংকে চলতি একাউন্ট খোলা জায়িয আছে। সেভিংস একাউন্ট খোলা জায়িয নয়। তবে না জেনে কেউ খুলে থাকলে, জানার পর একাউন্ট পরিবর্তন করা উচিত এবং এরূপ ক্ষেত্রে তার একাউন্টে যে  সুদের টাকা জমা হবে তা নিজের কাজে … Continue reading

Posted in অর্থনীতি, ব্যাংক, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ যদি কোন ব্যক্তি ব্যাংকে জমাকৃত সুদের টাকা দিয়ে এমন টয়লেট বানায় যা ছোট-বড়, ধনী-গরীব সবাই ব্যবহার করবে তাহলে জায়িয হবে কি-না? তেমনি যদি উক্ত টাকা মসজিদ বা মাদরাসার কমিটিকে সুদের কথা জানিয়ে দিয়ে দেয়া হয়, তবে তা দ্বারা মসজিদ বা মাদরাসার জন্য বাথরুম তৈরি করা বৈধ হবে কি না?

প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশে প্রচলিত ইসলামী ব্যাংকে টাকা জমা রেখে তা থেকে মুনাফা গ্রহণ করা বৈধ হবে কি-না?

উত্তরঃ শরীয়াত মুতাবিক লেন-দেনের নামে যেসব ব্যাংক আমাদের দেশে কাজ করে যাচ্ছে, সেগুলোর অধিকাংশই সুদের সাথে জড়িত। তবে কোন ব্যাংক সুদী কারবারের সাথে কিছুটা কম জড়িত। আর কোন ব্যাংক কিছুটা বেশী জড়িত। আর কোন কোনটা সম্পূর্ণ সুদভিত্তিক। সম্পূর্ণ সুদমুক্ত কোন … Continue reading

Posted in অর্থনীতি, ব্যাংক, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশে প্রচলিত ইসলামী ব্যাংকে টাকা জমা রেখে তা থেকে মুনাফা গ্রহণ করা বৈধ হবে কি-না?