Category Archives: বন্ধুত্ব

প্রশ্নঃ ভালবাসার উদ্দেশ্য কি হবে?

উত্তরঃ মহব্বত করতে হবে নিঃসার্থ ভাবে শুধু আল্লাহর উদ্দেশ্যে। স্বার্থের জন্য মহব্বত করা ভাল নয়,। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, বন্ধুত্ব, সামাজিক | Comments Off on প্রশ্নঃ ভালবাসার উদ্দেশ্য কি হবে?

প্রশ্নঃ বন্ধুত্বের ভিত্তি কিসের উপর হবে?

উত্তরঃ ভালবাসার ভিত্তি হতে হবে দ্বীনদারী ও পরহেযগারী। অতএব যে যত বেশী দ্বীনদার ও পরহেযগার, তার সাথেই ততবেশী ভালবাসা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে হবে। দোস্তী মহব্বত করার আগে তার আমল-আখলাক দেখে নিতে হবে। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, বন্ধুত্ব, সামাজিক | Comments Off on প্রশ্নঃ বন্ধুত্বের ভিত্তি কিসের উপর হবে?

প্রশ্নঃ বন্ধুত্বের ক্ষেত্রে ভারসাম্যতা কি?

উত্তরঃ ভালবাসা ও বন্ধুত্বের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা জরুরী। কাউকে ভালবেসে তার কাছে নিজেকে এতখানি উন্মুক্ত করে দেয়া ঠিক নয়, তার কাছে নিজের গোপনীয়তা এতখানি ফাঁস করে দেয়া ঠিক নয়, যাতে কোন দিন সে শত্রু হয়ে গেলে ক্ষতি করতে সক্ষম … Continue reading

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, বন্ধুত্ব, সামাজিক | Comments Off on প্রশ্নঃ বন্ধুত্বের ক্ষেত্রে ভারসাম্যতা কি?

প্রশ্নঃ কোন মুসলমান ভাইয়ের সাথে দ্বীনী সৃষ্টি হলে কি করবে?

উত্তরঃ কোন মুসলমান ভাইয়ের সাথে খালেস আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব ও ভালবাসা সৃষ্টি হলে তাকে জানিয়ে দিবে যে, আমি আপনাকে মহব্বত করি, ভালবাসি। তাহলে তারও ঐ ব্যক্তির সাথে মহব্বত সৃষ্টি হবে। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, বন্ধুত্ব | Comments Off on প্রশ্নঃ কোন মুসলমান ভাইয়ের সাথে দ্বীনী সৃষ্টি হলে কি করবে?

প্রশ্নঃ সব মুসলমানের কিভাবে বন্ধুত্ব রাখতে হবে?

উত্তরঃ সব মুসলমানের সাথে দ্বীনী বন্ধুত্বের সম্পর্ক রাখতে হবে। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, বন্ধুত্ব, সামাজিক | Comments Off on প্রশ্নঃ সব মুসলমানের কিভাবে বন্ধুত্ব রাখতে হবে?

প্রশ্নঃ কোন অমুসলিমদের সাথে আন্তরিক বন্ধুত্ব গড়ে তোলা যাবে কি না?

উত্তরঃ না কোন অমুসলিমের সাথে আন্তরিক বন্ধুত্ব গড়ে তোলা যাবে না। (দেখুনঃ মায়ারিফুল কুরআন)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, বন্ধুত্ব, সামাজিক | Comments Off on প্রশ্নঃ কোন অমুসলিমদের সাথে আন্তরিক বন্ধুত্ব গড়ে তোলা যাবে কি না?