Category Archives: পায়খানা

পায়খানা

প্রশ্নঃ প্রথমে কোন পা দিয়ে পায়খানায় প্রবেশ করবে? উত্তরঃ প্রথমে বাম পা দিয়ে এস্তেনজায় (বাথরুমে) প্রবেশ করবে। [তথ্যসূত্র– বেহেশতী জেওর] প্রশ্নঃ এস্তেনজা (বাথরুম) থেকে বের হওয়ার সময় কোন পা আগে দিবে? উত্তরঃ বের হওয়ার সময় প্রথমে ডান পা বের করা … Continue reading

Posted in পায়খানা | Comments Off on পায়খানা

পায়খানার পর ঢিলা-কুলুখের সাথে পানি ব্যবহার করা লাগবে কি না ?

পায়খানার পর ঢিলা/কুলুখ ব্যবহার করে পানি ব্যবহার করা সুন্নাত। তবে যদি শুধু পানি ব্যবহার করা হয় তাহলেও পবিত্রতা অর্জন হয়ে যাবে। আর যদি পায়খানা পায়ূপথ থেকে বাহিরে সরে গিয়ে থাকে অর্থাৎ- এক দেরহামের তথা- হাতের তালুর নীচ স্থান সমপরিমানের চেয়ে … Continue reading

Posted in ঢিলা-কুলূপ, পায়খানা | Comments Off on পায়খানার পর ঢিলা-কুলুখের সাথে পানি ব্যবহার করা লাগবে কি না ?

পানি ব্যবহারের সময় কি নিয়মে আঙ্গুল ব্যবহার করবে ?

পানি ব্যবহার করার সময় প্রথমে বাম হাতের মধ্যমা আঙ্গুল-এর পেট দ্বারা মর্দন করা, তারপর অনামিকাসহ প্রয়োজনে আরও দুই-এক আঙ্গুল ব্যবহার করা। মহিলাগণ প্রথমেই দুই আঙ্গুল (মধ্যমা ও অনামিকা) ব্যবহার করবে। সূত্র– আল মহীতুল বুরহানী, নুরুল ইযাহ।

Posted in পায়খানা | Comments Off on পানি ব্যবহারের সময় কি নিয়মে আঙ্গুল ব্যবহার করবে ?

পায়খানার সময় সতর খোলার পদ্ধতি কী ?

পায়খানার সময় প্রয়োজনাতিরিক্ত সতর না খোলা। এর সহজ সরল উপায় হল, বসতে বসতে কাপড় উঠানো। দাঁড়ানো অবস্থায় সতর খোলা নিষিদ্ধ। এবং সম্ভব হলে পায়জামা পরে পায়খানা করা এতে সতর সয়ংক্রিয়ভাবে ঢাকা থাকে। সূত্র– হিদায়া।

Posted in পায়খানা | Comments Off on পায়খানার সময় সতর খোলার পদ্ধতি কী ?

পায়খানায় ঢোকা ও বের হওয়ার দোয়াদ্বয় কী ?

বিসমিল্লাহসহ পায়খানায় প্রবেশের দুআটি এই- بِسْمِ اللهِ اَللهُمَّ إِنّيْ أَعًوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ. উচ্চারণঃ বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবসী ওয়াল খাবায়িস। অর্থ ঃ হে আল্লাহ! দুষ্ট পুরুষ জিন এবং দুষ্ট মহিলা জিনদের অত্যাচার থেকে তোমার পানাহ চাই।   … Continue reading

Posted in পায়খানা | Comments Off on পায়খানায় ঢোকা ও বের হওয়ার দোয়াদ্বয় কী ?

পায়খানার কিছু আদব উল্লেখ করুণ ।

পায়খানার কয়েকটি গুরুত্বপূর্ণ আদব হল, পায়খানায় প্রবেশের সময় মাথা ঢেকে নেয়া মুস্তাহাব জুতা/স্যান্ডেল পরিধান করা প্রথমে বাম পা দিয়ে পায়খানায় প্রবেশ করবে নযরকে সংযত রাখা। অর্থাৎ- যৌনাঙ্গের দিকে, মল মূত্রের দিকে, এমনিভাবে আকাশের দিকে নজর না দেয়া এবং এদিক সেদিক … Continue reading

Posted in পায়খানা | Comments Off on পায়খানার কিছু আদব উল্লেখ করুণ ।