প্রশ্নঃ দ্বিতীয় প্রকার তালাক তথা- তালাকে মুগাল্লাযাহ কাকে বলে?

উত্তরঃ তালাকে মুগাল্লাযাহ বলে, স্ত্রীকে এমন শব্দে তালাক দেয়া, যার দ্বারা বিয়ে সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় এবং যদি দ্বিতীয় বার বিয়ে করেও রাখতে চায় তবুও পারে না; বরং এই মহিলাকে অন্য কোথাও বিয়ে দিতে হয়। সেখানে তালাক প্রাপ্তা হলে ইদ্দত পূর্ণ করার পর সে ইচ্ছা করলে দ্বিতীয় বার বিয়ে করতে পারে। (দেখুনঃ হিদায়া)

This entry was posted in তালাক, তালাকের প্রকার, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//