প্রশ্নঃ তৃতীয় প্রকার তালাক তথা- তালাকে রাজঈ কাকে বলে?

উত্তরঃ তালাকে রাজঈ বলে, স্ত্রীকে এমন শব্দে তালাক দেয়া, যার দ্বারা বিয়ে ভেঙ্গে যায় না। এ ধরণের তালাকের পর বিয়ে করার দরকার নাই। বিয়ে ছাড়াও ঘর করতে পারে। কিন্তু স্বামী যদি এধরনের তালাক দেয়ার পর তালাকের উপরই অটল থাকে, এবং এই ফাঁকে যদি ইদ্দত পার হয়ে যায়, তাহলে বিয়ে ভেঙ্গে যাবে। তখন স্বামী-স্ত্রী আর একসাথে থাকতে পারবে না। ইদ্দত পার না হওয়া পর্যন্ত স্ত্রীকে রাখা-না রাখার ক্ষমতা থাকে। ইদ্দত পার হয়ে গেলে আর ক্ষমতা থাকে না। (দেখুনঃ হিদায়া)

This entry was posted in তালাক, তালাকের প্রকার, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//