প্রশ্নঃ হরতাল, অবরোধ, ধর্মঘট করা শরীয়তে বৈধ কি না?

উত্তরঃ হরতাল, অবরোধ ও ধর্মঘট ডাকা জায়েয কি না, এ সম্পর্কে সাম্প্রতিক কালের উলামায়ে কেরামের মধ্যে দুটো মত লক্ষ্য করা যায়। কেউ কেউ শর্ত সাপেক্ষে হরতাল, অবরোধ ও ধর্মঘট ডাকা জায়েয বলতে চান। আবার উলামায় কেরামের অপর একপক্ষ হরতাল অবরোধ ডাকা জায়েয নয় বলে মত পোষণ করেন। । (দেখুনঃ আহকামে জিন্দেগী)

This entry was posted in রাজনীতি/ রাষ্টনীতি, সামাজিক, হরতাল, অবরোধ, অনশন, ধর্মঘট. Bookmark the permalink.
//