প্রশ্নঃ আপনজন বা আত্মীয়কে নিয়োগ দেয়া যাবে কি না?

উত্তরঃ যোগ্যতা ও শর্তাবলী পূরণ হওয়ার ভিত্তিতে কোন আপনজন বা আত্মীয়কে নিয়োগ প্রদান করা স্বজনপ্রীতি ও অন্যায় নয়। যোগ্যতা ও শর্তাবলীর দিকটাকে উপেক্ষা করে নিছক আত্মীয়তার বা আপনজন হওয়ার ভিত্তিতে নিয়োগ দেয়া অন্যায়। (দেখুনঃ মায়ারিফুল কুরআন, আল- আহকামুস্সুলতানিয়া)

This entry was posted in রাজনীতি/ রাষ্টনীতি, লোক নিয়োগের নীতিমালা, সামাজিক. Bookmark the permalink.
//