প্রশ্নঃ সন্তানের উপর পিতা-মাতার ভরণ-পোষণ দেয়া জরুরী কি না?

উত্তরঃ যদি মাতা-পিতার প্রয়োজন হয় এবং সন্তান তাঁদের ভরণ-পোষণ দিতে সক্ষম হয়, তাহলে মাতা-পিতার ভরণ-পোষণ দেয়া সন্তানের উপর ওয়াজিব। এমনকি পিতা-মাতা কাফের হলেও তাদের ভরণ-পোষণ দেয়া ওয়াজিব। (দেখুনঃ হুকুকুল ইবাদ)

This entry was posted in মাতা-পিতার অধিকার, মানবাধিকার, সামাজিক. Bookmark the permalink.
//