প্রশ্নঃ যদি অপহৃত পন্যটি বিদ্যমান থাকে, কিন্তু অপহরণকারীর হস্তক্ষেপে তার নাম ও প্রধান ব্যবহারিক ক্ষমতা বিলিন হয়ে যায় তাহলে তা ফিরিয়ে দেয়া যাবে কি না?

উত্তরঃ যদি অপহরণকারীর হস্তক্ষেপে অপহৃত পন্যটি বিকৃত হয়ে পড়ে এমনকি তার নাম ও প্রধান ব্যবহারিক ক্ষমতাসহ বিলীন হয়ে যায় তবে তা থেকে মালিকের মলিকানা বিলুপ্ত হয়ে অপহরণকারী এর মলিক হয়ে যাবে এবং অপহরণকারীকে পুরো ক্ষতি পূরণ বহন করতে হবে। ক্ষতি পূরণ আদায় করা পর্যন্ত তার জন্য সেটা ব্যবহার করা হালাল হবে না। (দেখুনঃ কুদূরী)

This entry was posted in অপহরণ, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//