প্রশ্নঃ নির্বাচনে পদপ্রার্থী হওয়া সম্পর্কে শরীয়তের বিধন কি?

উত্তরঃ সাধারণ ভাবে নির্বাচনে পদপ্রার্থী হওয়া বা কোন পদের জন্য নিজে দাঁড়ানো জায়েয নয়-মাকরূহ। তবে নি¤েœাক্ত শর্তাবলী সাপেক্ষে বিশেষ কোন পদ চাওয়া ও তার জন্য নিজেকে পেশ কারা জায়েয। শর্তগুলো এই ঃ
১.    যদি বিশেষ কোন পদ সম্পর্কে জানা থাকে যে, অন্য কোন ব্যক্তি এর সুষ্ঠ ব্যবস্থা করতে সক্ষম  হবে না এবং নিজে ভালরূপে তা সম্পাদন করতে পারবে বলে দৃঢ় আত্মবিশ্বাস থাকে।
২.    যদি উক্ত পদে গিয়ে কোন গুনাহে লিপ্ত হওয়ার আশংকা না থাকে।
৩.    যদি প্রভাব-প্রতিপত্তি ও অর্থকড়ির মোহে না হয় বরং জনগণের বিশুদ্ধ সেবা ও ইনসাফের সাথে তাদের অধিকার সংরক্ষণের উদ্দেশ্যে পদ চাওয়া হয়। (দেখুনঃ মায়ারিফুল কুরআন, আহকামে জিন্দেগী)

This entry was posted in বিবিধ বিষয়, রাজনীতি/ রাষ্টনীতি, সামাজিক. Bookmark the permalink.
//