প্রশ্নঃ ভোটের জন্য কারো পক্ষে ক্যানভ্যাস করা যাবে কি না?

উত্তরঃ অসৎ ও অবিশ্বস্ত লোক এবং যাদের জন্য পদপ্রার্থী হওয়া বৈধ নয় তাদের পক্ষে কারও থেকে ভোট দেয়ার ওয়াদা বা প্রতিশ্রুতি নেয়া দুরস্ত নয়। তেমনি মিথ্যা সাক্ষ্য দেয়া হারাম ও গুনাহে কবীরা। অতএব অযোগ্য ও অসৎ প্রার্থীর পক্ষে প্রচার করতে গিয়ে তাকে যোগ্য ও সৎ বলে প্রচার করা মিথ্যা সাক্ষ্য দেয়ার শমিল হিসেবে গুনাহে কবীরা ও হারাম। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

This entry was posted in বিবিধ বিষয়, রাজনীতি/ রাষ্টনীতি, সামাজিক. Bookmark the permalink.
//