প্রশ্নঃ যে কোন অন্যায় কাজের জন্য শরীয়ত সাধারণত সর্বোচ্চ দুইজন সাক্ষী নির্দিষ্ট করেছে। যিনার ক্ষেত্রে চারজন সাক্ষী অপরিহার্য করে দেয়ার কারণ কী?

উত্তরঃ যিনা একটি জঘন্যতম অন্যায় এবং তার শাস্তিও অত্যন্ত কঠোর এবং ভায়ানক। কেননা বিবাহিত যিনাকারীদের শাস্তি হচ্চে- পাথর নিক্ষেপে হত্যা আর অবিবাহিত যিনাকারীদের শাস্তি হচ্ছে- একশত বেত্রাধাত। এ জন্য খোদায়ী হেকমতেই এই পাপাচার প্রমাণে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রেও কঠোরতা অবলম্বন করা হয়েছে। যাতে করে যিনার ন্যায় জঘন্য পাপাচার মুসলমানদের মাঝে হ্রাস পায়। (দেখুনঃ আদ্দুরুল মুখতার)

This entry was posted in ব্যাভিচার. Bookmark the permalink.
//