প্রশ্নঃ হাঁচির জবাব দাতার ইয়ারহামুকাল্লাহ শুনে হাঁচি দাতা কোন দোয়া পড়বে কি না?

উত্তরঃ হাঁচির জবাব দাতার ইয়ারহামুকাল্লাহ শুনে হাঁচি দাতা জওয়াবে বলবে- يَهْدِيْكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ  (উচ্চারণ- ইয়াহদি কুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। অর্থঃ আল্লাহ তোমাদেরকে হেদায়েত করেন এবং তোমাদের অবস্থাকে সংশোধন করে দেন)। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

This entry was posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, সামাজিক, হাঁচি, হাই-এর বিধান. Bookmark the permalink.
//