প্রশ্নঃ কখন মুআনাকা করা বৈধ নয়?

উত্তরঃ সাধারণত দুই অবস্থায় মুআনাকা করা জায়েয নয়। এক. যেখানে নিজের মধ্যে শাহওয়াত (কামভাব) থাকে কিংবা নিজের মধ্যে বা অপর পক্ষের মধ্যে শাহওয়াত (কামভাব) এসে যাওয়ার আশংকা থাকে (তবে বিবির ক্ষেত্রে ভিন্ন বিষয়)। দুই. মুআনাকা করতে গেলে যদি কাউকে কষ্ট দেয়া হয়। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

This entry was posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, মুআনাকা বা কোলাকুলির বিধান, সামাজিক. Bookmark the permalink.
//