প্রশ্নঃ ঈছালে ছাওয়াবের জন্য মাইয়্যেতের আপনজন সকলে একত্রিত হওয়া শর্ত কি না?

উত্তরঃ ঈছালে ছাওয়াবের জন্য মাইয়্যেতের আপনজন, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন সকলেই স্বতন্ত্রভাবে নিজ নিজ স্থানে থেকে তিলাওয়াত ও যিকির-আযকার পূর্বক কিংবা দুআর মাধ্যমে ঈছালে ছওয়াব করতে পারে । এর জন্য সকলে একত্রিত হয়ে সম্মিলিত ভাবে খতম পড়ার আবশ্যকতা নেই। তদুপরি আজকাল সম্মিলিতভাবে খতম পড়াটা রেওয়াজে পরিণত হয়েছে। তাই এই রেওয়াজ পরিত্যাগ করা উচিত। (দেখুনঃ আহকামে মাইয়্যেত, যাওয়াহিরুল ফিকহ্, আহসানুল ফাতওয়া)

This entry was posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, ঈছালে ছওয়াব, সামাজিক. Bookmark the permalink.
//