প্রশ্নঃ অভিবাবকের অনুমতি ছাড়া বিবাহ করলে তা সহীহ হবে কি না?

উত্তরঃ বিবাহের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি নেয়া সুন্নাত। অভিভাবকের অনুমতি ব্যতীত প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ে নিজেরাই শরীয়তসম্মত পন্থায় দুইজন স্বাক্ষীর উপস্থিতিতে বিবাহ করলে তাদের বিবাহ সহীহ হয়ে যাবে। তবে বিয়েতে কুফু (ইসলামে আরোপিত সাম্যতা) না হলে অভিভাবকগণ তাদের বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারেন। (দেখুনঃ আল বাহরুর রায়েক, ফাতাওয়ে রাহীমিয়া)

This entry was posted in ওলী, বিবাহ, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//