প্রশ্নঃ স্ত্রী যদি স্বীয় স্বামীকে “বাবা/আব্বা” বলে ডাকে তাতে বিবাহ ঠিক থাকবে কি না?

উত্তরঃ স্ত্রী স্বামীকে বাবা বা আব্বা বললে স্ত্রীর উপর তালাক পড়বে না। তবে এধরণের অর্থহীন, অপ্রাসঙ্গিক বাক্য উচ্চারণ কোন সময়ই উচিত নয়। এ ধরনের গর্হিত বাক্য বিনিময় থেকে সম্পূর্ন বিরত থাকা উচিত। (দেখুনঃ ফাতওয়ায়ে রশীদিয়া)

This entry was posted in তালাক, লেনদেন বিষয়াদী, স্ত্রীকে মা/বোন বা তাদের মত বলা. Bookmark the permalink.
//