প্রশ্নঃ স্বামীর উপর স্ত্রীর খোর-পোষ দেয়া জরুরী কি না?

উত্তরঃ স্ত্রীকে খোর-পোষ দেয়া স্বামীর উপর ওয়াজিব। স্ত্রীর অর্থ-সম্পদ থাকুক আর না থাকুক। তার খরচ-পাতির দায়িত্ব স্বামীর। থাকার ঘরও স্বামীকেই দিতে হবে। খোর-পোষের ক্ষেত্রে স্বামী-স্ত্রী উভয়ের অবস্থার প্রতি লক্ষ্য রাখা হবে। যদি উভয়েই ধনী হয়, তাহলে ধনীদের মত খোর-পোষ পাবে। উভয়ে গরীব হলে গরীবের মত পাবে। আর যদি স্বামী গরীব হয় আর স্ত্রী ধনী হয় অথবা এর বিপরীত- স্ত্রী গরীব স্বামী ধনী, তাহলে মাঝারি মানের খোর-পোষ পাবে। ধনীদের চেয়ে একটু নি¤œ মানের, আর গরীবদের চেয়ে একটু উন্নত মানের। (দেখুনঃ আল বাহরুর রায়েক)

This entry was posted in তালাক, বিবিধ, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//