প্রশ্নঃ ওয়াক্ফ কাকে বলে?

উত্তরঃ কোন সম্পত্তি যেমনঃ বাড়ি , জমি, বাগান বা গ্রাম আল্লাহর রাস্তায় ওয়াক্ফ করে দেয়া এই মর্মে যে, এর উৎপন্ন গরিব-দুঃখিরা ভোগ করবে, এটাকে ওয়্ফা বলে। এটা বিপুল সওয়াবের কাজ। অন্যান্য ইবাদত-বন্দেগী মারা যাওয়ার সাথে সাথে বন্দ হয়ে যায়; কিন্তু এই ধরণের সদকায়ে জারিয়াহ্-এর সওয়াব যত দিন এই সম্পদ থাকবে, অসহায় গরিব-মিসকীন যতদিনে এর দ্বারা উপকৃত হবে ততদিন সে এর সাওয়াব পেতে থকবে। (আল্লাহ যদি কবূল করেন, তাহলে কিয়ামত পর্যন্ত দাতার আমলনামায় এর সাওয়াব লেখা হবে। (দেখুনঃ রদ্দুল মুহতার)

This entry was posted in ওয়াকফ, লেনদেন বিষয়াদী, সাধারণ ওয়াকফ. Bookmark the permalink.
//