প্রশ্নঃ বিভিন্ন পন্যের বীমা করা জায়েয আছে কি না?

উত্তরঃ আমাদের দেশের প্রচলিত বীমা শরীয়ত সম্মত নয়। নাম যা কিছু দেয়া হোক না কেন। আসলে বর্তমানে প্রচলিত বীমা সুদ ও জুয়ার সমষ্টি মাত্র। তাই বীমা কোম্পানীতে অংশগ্রহণ করা সম্পূর্ণ নাজায়েয।  (দেখুনঃ ইসলাম আওর জাদীদ মায়িশাত)

This entry was posted in অর্থনীতি, বীমা, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//