প্রশ্নঃ শরীআত নির্ধারিত শর্তগুলো পালন নাকরে যদি কেউ জমি বর্গা দেয় এবং ফসল করে ফেলে তাহলে কি করবে?

উত্তরঃ শরীআত নির্ধারিত শর্তগুলো পালন না করে যদি কেউ জমি বর্গা দেয় তবে তা নাজায়েয হবে, এমতাবস্থায় সমস্ত ফসল বীজওয়ালা পাবে, অপর পক্ষ যদি জমিওয়ালা হয় তাহলে সে দেশাচার অনুসারে জমির ভাড়া পাবে এবং যদি বর্গাতি হয় তাহলে দেশাচার অনুসারে তার মেহনতের মজুরী পাবে; কিন্তু এই ভাড়া এবং মজুরী প্রত্যেকের জন্য নির্ধারিত অংশের মূল্য অপেক্ষা অধিক হতে পারবে না। (দেখুনঃ হেদায়া)

This entry was posted in অর্থনীতি, জমি বর্গা, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//