কেউ দোআয়ে কুনুত না পারলে কি করবে ?

দোআয়ে কুনুত না জানলে যত দ্রুত সম্ভব তা মুখস্ত করে নিবে। আর মুখস্ত হওয়া পর্যন্ত নি¤েœাক্ত দোয়াগুলোর যে কোন একটা পড়বে। তবে একে অভ্যাস বানাতে পারবে না।

ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار অথবা اللهم اغفر لي কিংবা يا رب ( দেখুনঃ রদ্দুল মুহতার)

This entry was posted in নামায, বিতরের নামায. Bookmark the permalink.
//