একজন লোক বালেগের পর থেকে নামায পড়েনি। এখন সে কাযা করতে চায়। অথচ সে জানে না বা প্রবল ধারণাও হচ্ছে না যে, সে কবে বালেগ হয়েছে। এখন সে এই নামাযগুলোর ব্যাপারে কি করবে ?

কত বছর বয়সে বালেগ হয়েছে তা স্মরণ না হলে নাবালেগের সময়সীমা ১৫ বছর হিসাব করবে। ১৫ বছর পর থেকে পরবর্তী সময়ের ফরয নামায কাযা করবে। (দেখুনঃ আলওয়াজীয ফী উসূলিল ফিকহ)

This entry was posted in কাযা নামায, নামায. Bookmark the permalink.
//