একাকী নামায আদায়কারীর জন্য ইকামাত দেওয়া লাগবে কি না ?

যেহেতু আমাদের দেশে সাধারণত ঘর থেকে মহল্লার মসজিদের আযান শোনা যায়, তাই বিশেষ উযরবশতঃ নিজ গৃহে একা একা নামায আদায় করার ক্ষেত্রে আযান ইকামত না দিলেও নামায মাকরুহ হবে না। তবে ইকামাতসহ নামায আদায় করাই মুস্তাহাব। কারণ, এক্ষেত্রে ইকামত বলার দ্বারা কিরামান কাতিবীনও নামাযে অংশগ্রহণ করে এবং এতে জামা’আতের সাদৃশ্য হয়ে যায়। (দেখুনঃ বাদায়েউস সানায়ি, তাতার খানিয়া)

This entry was posted in ইকামাত, নামায. Bookmark the permalink.
//