প্রশ্নঃ স্ত্রীকে তার আত্মীয়-স্বজনদের সাথে দেখা করতে দিবে কি না?

উত্তরঃ স্ত্রীর মাতা-পিতা, ভাই, বোন প্রভৃতি রক্ত সম্পর্কীয় আত্মীয়-স্বজনের সাথে তাকে দেখা সাক্ষাৎ করতে যাওয়ার অনুমতি প্রদান করা স্বামীর দায়িত্ব। তবে মাতা-পিতার সাথে সপ্তাহে একবার সাক্ষাৎ করতে চাইলেও দিবে এবং অন্যান্য মাহরাম আত্মীয়দের সঙ্গে বৎসরে একবার। তবে মাতা-পিতা যদি কন্যার কাছে আসতে পারার মত হয় কিংবা মাতা-পিতা বা অন্য কোন আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়ার মধ্যে বেপর্দা হওয়ার বা অন্য কোন রকম ফেতনার আশংকা থাকে তাহলে এরূপ অবস্থায় স্বামী স্ত্রীকে যেতে বাধা দিতে পারে।। এরূপ ক্ষেত্রে মাতা-পিতা ও আপনজন এসে তাকে দেখে যাবে। (দেখুনঃ এমদাদুল ফাতাওয়া)

This entry was posted in মানবাধিকার, সামাজিক, স্ত্রীর অধিকার. Bookmark the permalink.
//