প্রশ্নঃ শ্রমিকের প্রধান দায়িত্ব কি?

উত্তরঃ শ্রমিকের প্রধান দায়িত্ব হল, শ্রমিক ণিষ্ঠার সাথে কাজে নিয়োগ করবে। মালিকের সম্পদ সংরক্ষণের ব্যাপারে তাকে যতœবান হতে হবে। নির্ধারিত পূর্ণ সময় আমানতদারীর সাথে শ্রমে নিয়োগ করবে। অন্যথায় যতটুকু সময় সে ফাঁকি দিবে সেই পরিমাণ মজুরী গ্রহণ করা তার জন্য বৈধ হবে না। (দেখুনঃ হুকুকুল ইবাদ)

This entry was posted in মানবাধিকার, মালিকের অধিকার, সামাজিক. Bookmark the permalink.
//