প্রশ্নঃ কার কার কাছে বাড়ী ভাড়া দেয়া যাবে না?

উত্তরঃ কোন মুসলমানদের পক্ষে অমুসলিম/কাফিরের নিকট বাড়ি/ঘর/অফিস/দোকান ভাড়া দেয়া মাকরূহ তানযীহী। তেমনি কোন অবৈধ কারবার চালানোর জন্য বাড়ি/ঘর ইত্যাদি ভাড়া দেয়া মাকরূহ তাহরীমী, যা হারামের নিকটবর্তী। যেমন সুদ ভিত্তিক ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, সিনেমা ইত্যাদির জন্য ভাড়া দেয়া। তেমনি যাদের উপার্জন অবৈধ, তাদের নিকট বাড়ি ভাড়া দেয়া মাকরূহ। এরূপ অবস্থায় ভাড়াটে তার হারাম অর্থ থেকে যে ভাড়া পরিশোধ করবে, তা ব্যবহার করা বাড়ীর মালিকের জন্য জায়েয হবে না। এরূপ অর্থ ছদকা করে দেয়া ওয়াজিব। (দেখুনঃ আহসানুল ফাতওয়া)

This entry was posted in অর্থনীতি, ভাড়া/লিজ, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//