পোশাক পরিধান

‹ যে কোন কাপড় পরিধান করার সময় ‘বিসমিলস্নাহ’ পড়বে।
‹ কাপড় পরিধান করার সময় ‘বিসমিলস্নাহ’ এর পর এই দোয়া পড়িবেঃ
اَللّهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ مِنْ خَيْرِه وَخَيْرِمَا هُوَ لَه وَاَعُوْذُبِكَ مِنْ شَرِّه وَشَرِّمَا هُوَ لَه.
‹ উচ্চারণঃ আলস্নাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরীহি ওয়া খাইরি মা হুয়া লাহু ওয়া আউযুবিকা মিন শাররীহা ওয়া শাররীমা হুয়া লাহু।
‹ কোন নতুন কাপড় পরিধান করলে তখন উক্ত কাপড়ের নাম যেমন পাগড়ি, জামা ইত্যাদি উলেস্নখ করিয়া এই দোয়া পড়িবেঃ
اَلْحَمْدُ لِلّهِ الَّذَيْ كَسَانِيْ مَا اُوَارِيْ بَه عَوْرَتِيْ وَ اَتَجَمَّلُ بَه فِيْ حَيَاتِيْ.
উচ্চারণঃ আল হামদুলিলস্নাহিলস্নাযি কাসানী মা উয়ারী বিহি আওরাতী ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতী।

অথবা এই দোয়াটি পড়বেঃ
اَللهُمَّ لَكَ الْحَمْدُ, اَنْتَ كَسَوْتَنِيْهِ, اَسْئَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ, وَاَعُوْذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّمَا صُنِعَ لَهُ
উচ্চারণঃ আলস্নাহুম্মা লাকাল হামদু, আনতা কাসাওতানীহি, আসআলুকা খাইরাহু ওয়া খাইরা মা সুনিয়া লাহু, ওয়া আউযু বিকা মিন শাররীহি ওয়া শাররী মা সুনিয়া লাহু।

‹ যখন কাপড় খুলিবে তখন ‘বিসমিলস্নাহ’ বলবে।
ফায়দাঃ হাদীছ শরীফে বর্ণিত আছে, জ্বিন (ও শয়তান) এবং মানুষের মধ্যে পর্দা হল- ‘বিসমিলস্নাহ’।