আমরা অনেক সময় বাজার থেকে নতুন কাপড় কিনে এনে না ধুয়ে পরিধান করি এবং তা পরিধান করে নামাযও পড়ি। অথচ নতুন কাপড় সুতা থেকে শুরু করে পূর্ণ কাপড় হওয়া পর্যন্ত অনেকগুলো পর্যায় অতিক্রম করতে হয়। যেখানে পবিত্রতা-অপবিত্রতার প্রতি খেয়াল রাখা হয় না। জানার বিষয় হল, নতুন কাপড় না ধুয়ে তা পরিধান করে নামায পড়া সহীহ হবে কি?

উত্তর: পরিধেয় বস্ত্র নতুন হলেও নাপাক হওয়ার বিষয়ে নিশ্চিত না হলে তা পাক ধরা হবে। নিছক সন্দেহ বা মনের ধারণার ভিত্তিতে তা নাপাক বলা যাবে না। নতুন কাপড়ে যেহেতু নাপাক লাগার কোনো আলামত পাওয়া যায় না তাই মূলত তা পবিত্র। হ্যাঁ, কোনো কাপড়ে নাপাকি লাগা নিশ্চিত হলে কিংবা প্রবল ধারণা হলে সেটি অপবিত্র বলে গণ্য হবে। অতএব নতুন কাপড় না ধুয়ে পরিধান করা ও তা গায়ে দিয়ে নামায পড়া জায়েয। তবে সম্ভব হলে ধুয়ে পরাই ভাল। (সূত্র: মুসান্নাফে ইবনে আবী শায়বা)

Posted in নাপাকীর বর্ণনা | Comments Off on আমরা অনেক সময় বাজার থেকে নতুন কাপড় কিনে এনে না ধুয়ে পরিধান করি এবং তা পরিধান করে নামাযও পড়ি। অথচ নতুন কাপড় সুতা থেকে শুরু করে পূর্ণ কাপড় হওয়া পর্যন্ত অনেকগুলো পর্যায় অতিক্রম করতে হয়। যেখানে পবিত্রতা-অপবিত্রতার প্রতি খেয়াল রাখা হয় না। জানার বিষয় হল, নতুন কাপড় না ধুয়ে তা পরিধান করে নামায পড়া সহীহ হবে কি?

শুনেছি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর ওই স্থান নাকি ৪০ দিন পর্যন্ত নাপাক থাকে। এ কথা কি ঠিক? ওই কামরায় প্রলেপ দেওয়ার আগে কি নামায পড়া যাবে? জানালে উপকৃত হব।

উত্তর: সন্তান ভূমিষ্ঠ হওয়ার ঘর বা স্থান ৪০ দিন পর্যন্ত নাপাক থাকে এ ধারণা ভুল। ঘরের যে অংশে নাপাক লেগে রয়েছে ওই অংশ পবিত্র করার আগে সেখানে নামায পড়া যাবে না। এছাড়া ঘরের অন্যস্থান যেখানে কোন নাপাকী লেগে নেই সেখানে নামায আদায় করতে অসুবিধা নেই। তদ্রƒপ নাপাক স্থানকে পবিত্র করে নিলে সেখানেও নামায আদায় করা যাবে। এ জন্য কালক্ষেপন করতে হবে না। (সূত্র: মাসিক আল কাউসার, ফেব্রু: ২০০৭)

Posted in নাপাকীর বর্ণনা | Comments Off on শুনেছি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর ওই স্থান নাকি ৪০ দিন পর্যন্ত নাপাক থাকে। এ কথা কি ঠিক? ওই কামরায় প্রলেপ দেওয়ার আগে কি নামায পড়া যাবে? জানালে উপকৃত হব।

কাপড় পাক করার জন্য কি “বিসমিল্লাহ” পড়া জরুরী? “বিসমিল্লাহ” পড়া ছাড়া নিয়মানুযায়ী শুধু পরিস্কার করলেই কি কাপড় পাক হয়ে যায়?

উত্তর: হ্যাঁ, অপবিত্র কাপড় নিয়মানুযায়ী ধুয়ে নিলেই পবিত্র হয়ে যাবে। পবিত্র হওয়ার জন্য “বিসমিল্লাহ” বলা জরুরী নয়। তবে প্রত্যেক কাজ “বিসমিল্লাহ” বলে করা সুন্নাত বিধায় এখানেও তা বলে ধুয়া সুন্নাত। (সূত্র : আল আশবাহ ওয়ান্নাযায়ের)

Posted in নাপাকীর বর্ণনা | Comments Off on কাপড় পাক করার জন্য কি “বিসমিল্লাহ” পড়া জরুরী? “বিসমিল্লাহ” পড়া ছাড়া নিয়মানুযায়ী শুধু পরিস্কার করলেই কি কাপড় পাক হয়ে যায়?

ব্যাঙের পেশাব পাক না নাপাক?

উত্তর: ডাঙ্গায় অবস্থানকারী ব্যাঙের পেশাব নাপাক। আর পানিতে অবস্থানকারী ব্যাঙের পেশাব পাক। (সূত্র- ইমদাদুল ফাতাওয়া)

Posted in নাপাকীর বর্ণনা | Comments Off on ব্যাঙের পেশাব পাক না নাপাক?

ওয়াশিং মেশিনের মাধ্যমে আজকাল নাপাক কাপড় ধৌত করা হয়। তাতে সরাসরি কাপড় ধোয়া, নিংড়ানো হয় না। মেশিনের মাধ্যমেই ধোয়া, পরিস্কার, নিংড়ানো, শুকনো কাপড় বের হচ্ছে। প্রশ্ন হচ্ছে, হাতে না চিপলে ওয়াশিং মেশিনের মাধ্যমে নাপাক কাপড় ধৌত করলে পাক হবে কি না?

উত্তর: ওয়াশিং মেশিনে ধোয়া নাপাক কাপড় পবিত্র করতে হলে কমপক্ষে ৩/৪ বার নতুন পানি দিয়ে মেশিন চালু করে প্রতিবার পনি ছেড়ে দিতে হবে। যখন মনে হবে যে, কাপড়ের ভেতরের নাপাকী বের হয়ে গেছে তখন কাপড় পাক হয়েছে বলে ধরে নিবে। (সূত্র: রদ্দুল মুহতার, আপকে মাসায়েল)

Posted in নাপাকীর বর্ণনা | Comments Off on ওয়াশিং মেশিনের মাধ্যমে আজকাল নাপাক কাপড় ধৌত করা হয়। তাতে সরাসরি কাপড় ধোয়া, নিংড়ানো হয় না। মেশিনের মাধ্যমেই ধোয়া, পরিস্কার, নিংড়ানো, শুকনো কাপড় বের হচ্ছে। প্রশ্ন হচ্ছে, হাতে না চিপলে ওয়াশিং মেশিনের মাধ্যমে নাপাক কাপড় ধৌত করলে পাক হবে কি না?

কেরোশিন, ডিজেল, পেট্রোল, ফুয়েল, মবিল, অকটেন এগুলো কি পাক?

উত্তর: কেরোশিন, ডিজেল এবং প্রশ্নে উল্লেখিত পেট্রোলিয়াম জাতীয় অন্যান্য পদার্থ কোনটিই নাপাক নয়। বরং পাক। তা শরীরে বা অন্য কোথাও লাগলে তা নাপাক হবে না। (সূত্র: মাসিক আল কাউসার, জানু: ২০০৬ইং)

Posted in নাপাকীর বর্ণনা | Comments Off on কেরোশিন, ডিজেল, পেট্রোল, ফুয়েল, মবিল, অকটেন এগুলো কি পাক?

জুতা বা চামড়ার মোজায় নাপাক লাগলে তা ধোয়া ছাড়া পাক করার কোন পদ্ধতি আছে কি না?

উত্তর: জুতা বা চামড়ার মোজার মধ্যে শরীর বিশিষ্ট (তরল নয়) এমন নাপাক লেগে যদি শুকিয়ে যায়, যেমন: গোবর, পায়খানা, রক্ত, বীর্জ ইত্যাদি তাহলে জমিনের উপর ঘষে সাফ করে ফেললেও পাক হয়ে যাবে আর খুঁটে খুঁটে আলাদা করে ফেললেও পাক হয়ে যাবে। শুকানোর আগেই যদি ভাল করে ঘষে- মেজে এমনভাবে পরিস্কার করা হয় যে, এখন আর নাপাকির নাম-গন্ধও নেই, তাহলে পবিত্র হয়ে গেছে বলে ধরতে হবে। অবশ্য প্র¯্রাব জাতীয় তরল নাপাক যদি জুতা বা চামড়ার মোজায় লাগে তাহলে তা ধোয়া ছাড়া পাক হবে না। (সূত্র: আল বাহরুর রায়েক, বেহেশতি যেওর)

Posted in নাপাকীর বর্ণনা | Comments Off on জুতা বা চামড়ার মোজায় নাপাক লাগলে তা ধোয়া ছাড়া পাক করার কোন পদ্ধতি আছে কি না?

কাঠ, অলংকার, চাটাই বা মটি এই জাতীয় কিছুতে যদি নাপাক লাগে যা ধোয়ার পর নিংড়ানো যায় না এগুলো পবিত্র করার পদ্ধতি কি?

উত্তর: কাঠ, অলংকার, চাটাই বা মাটি এই জাতীয় কিছুতে যদি নাপাক লাগে যা ধোয়ার পর নিংড়ানো যায় না, যেমন: প্লেট, জুতা, বোতল ইত্যাদি। এগুলো পবিত্র করার পদ্ধতি হলো, একবার ধোয়ার পর অপেক্ষা করতে হবে যখন পানি টপকানো বন্ধ হবে তখন দ্বিতীয় বার ধৌত করবে। তারপর যখন পানি পড়া বন্ধ হবে তখন তৃতীয়বার ধৌত করলেই পাক হয়ে যাবে। (সূত্র: আদ্দুররুল মুখতার, বেহেশতি যেওর)

Posted in নাপাকীর বর্ণনা | Comments Off on কাঠ, অলংকার, চাটাই বা মটি এই জাতীয় কিছুতে যদি নাপাক লাগে যা ধোয়ার পর নিংড়ানো যায় না এগুলো পবিত্র করার পদ্ধতি কি?

কাপড়ে প্র¯্রাব জাতীয় কোন নাপাকি লাগলে তা পাক করার পদ্ধতিটি জানতে চাই।

উত্তর: প্র¯্রাব জাতীয় কোন নাপাকি লাগলে তিনবার ধৌত করতে হবে। প্রত্যেক বার ধোয়ার পর কাপড় নিংড়াতে হবে। শেষবার খুব ভালো করে নিংড়াতে হবে। (সুত্র: ফাতহুল কাদীর, আল বাহরুর রায়ীক)

Posted in uncatagorized, নাপাকীর বর্ণনা | Comments Off on কাপড়ে প্র¯্রাব জাতীয় কোন নাপাকি লাগলে তা পাক করার পদ্ধতিটি জানতে চাই।

অনেক সময় কয়েক বার ধোয়ার পরও নাপাকির দাগ বা হালকা গন্ধ থেকে যায়। জানতে চাই তা পাক হবে কি না?

উত্তর: কয়েকবার ধোয়ার পর যদি নাপাকি চলে যায়, কিন্তু দাগ বা গন্ধ যাচ্ছে না। তাহলে কাপড় পবিত্র বলেই গণ্য হবে। দাগ ও গন্ধ দূর করার জন্য সাবান ব্যবহার করা জরুরী নয়। (সূত্র: হিদায়া, বেহেশতী যেওর)

Posted in uncatagorized, নাপাকীর বর্ণনা | Comments Off on অনেক সময় কয়েক বার ধোয়ার পরও নাপাকির দাগ বা হালকা গন্ধ থেকে যায়। জানতে চাই তা পাক হবে কি না?